নিউইয়র্কে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতীয় সাংবাদিক
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
নিউইয়র্কের ম্যানহাটনের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ২৭ বছর বয়সী এক ভারতীয় নাগরিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, নিহত ওই যুবকের নাম ফাজিল খান। তিনি নিউইয়র্ক ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।
নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল ফাজিলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘তাঁর মরদেহ ভারতে ফিরিয়ে আনতে আমরা সবরকম সাহায্য অব্যাহত রেখেছি। ফাজিলের মৃত্যুতে আমি খুবই দুঃখিত।‘কনস্যুলেট জানিয়েছে, তারা ফাজিল খানের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।‘
অন্যদিকে মৃত্যুর পরেই ফাজিলের সঙ্গে কর্মরত এক সহকর্মী জানান, “তাঁর মত একজন ভাল সাংবাদিককে হারিয়ে আমরা খুবই দুঃখিত। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। “জানা গিয়েছে, ফাজিল কলম্বিয়া জার্নালিজম স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। বর্তমানে তিনি ম্যানহাটনের একটি আবাসনে থাকতেন।
দমকলকর্মীরা জানিয়েছেন, নিউইয়র্কের ম্যানহাটনের একটি আবাসনের তৃতীয় তলায় প্রথম আগুন লাগে। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ভবনের পঞ্চম তলায় আটকা পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। তবে দমকলবাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণে বাঁচান গেল না ভারতীয় যুবককে। তবে কি করে এই আগুন লাগল তা এখন পর্যন্ত জানা যায়নি।