বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনওয়াইপিডি

চার বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৮ এএম, ২ মার্চ ২০২৪ শনিবার



 

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ৪ বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি হয়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশের বাংলাদেশি আমেরিকান সংগঠন বাপা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে সকালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন সার্জেন্ট ইমরান খান এবং সার্জেন্ট তালেব হোসেন লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পুলিশ অফিসার ডিজেন রায় এবং পুলিশ অফিসার ফজলে তানিম সার্জেন্ট পদে পদোন্নতি পান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সরোয়ার জানান, বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হল জুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়েছে। এই ৪ জনের পদোন্নতিতে বাংলাদেশি কমিউনিটিতেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ৪ সদস্যের পদোন্নতিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং জেনারেল সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
এছাড়া উপস্থিত ছিলেন বাপার ট্রাস্টি অফিসার সোনিয়া বড়–য়া, সার্জেন্ট লতিফ, সাবেক বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।