তথ্যের অবাধ প্রবাহ কখনও সমস্যা হয়ে দেখা দেয়
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১০ এএম, ২ মার্চ ২০২৪ শনিবার
এবিপিসি’র অভিষেকে কনসাল জেনারেল
বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব (এবিপিসি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি কন্সাল জেনারেল নাজমুল হুদা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের যে অবাধ প্রবাহ সেটি কখনও কখনও একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সমাজের জন্য। এ অবস্থায় যারা প্রতিষ্ঠিত মিডিয়া হাউজে রয়েছেন, যারা পেশাগতভাবেই সাংবাদিকতার সাথে জড়িত আছেন, তারা সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠভাবে চর্চা করবেন, সত্য এবং প্রকৃত তথ্য আমাদের সামনে উপস্থাপন করবেন, সেটাই প্রত্যাশা।
গত বুধবার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এই অভিষেকে এবিপিসি’র নতুন কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ও তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সেরি মো. শোয়েব আব্দুল্লাহ, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, কবি ফকির ইলিয়াস, নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ আবুল খান, পেনসিলভেনিয়ার মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, নিউ ইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, গিয়াস আহমেদ, নুরুল আজিম, ফজলুল হক, সঙ্গীতশিল্পী কাদেরি কিবরিয়া, এবিপিসির সাবেক প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা লাবলু আনসার, শাহজাহান শেখ, নিলুফা শিরিন, আহসান হাবিব এবং বেলাল হোসেন।
এবিপিসি’র নবনির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ সভাপতি পপি চৌধুরী ও আলিম খান আকাশ, সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান, কোষাধ্যক্ষ জামান তপন, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন অভি, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম এবং প্রচার সম্পাদক আনিসুর রহমান। নির্বাহী সদস্য: মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কানু দত্ত, তপন চৌধুরী, রাজুব ভৌমিক এবং লায়লা খালেদা।
অনুষ্ঠানে ক্লাব সদস্য শহিদুল্লাহ কায়সার, প্রতাপচন্দ্র শীল, সুব্রত চৌধুরী, শামিম আল আমিন, মোস্তফা অনীক রাজ, নুরুন্নাহার নিশা, আলমগীর কবির, আব্দুল আওয়াল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন, রিজওয়ানা এলভিস, জলি আহমেদ, মো. শাহীন হাওলাদার, পিনাকি তালুকদার, সৌমিক আহমেদ এবং আদিত্য শাহীনকে সম্মাননা পদক দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানের অতিথি এবং ১১ মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দেন ক্লাবের কর্মকর্তারা।
পরিচিতি সমাবেশের জন্য গঠিত কমিটির সদস্য সচিব শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মঞ্চে উঠিয়ে ক্লাবের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, ইমদাদুল হক, আশরাফ আলী, শরাফত খান মবীন এবং চৌধুরী সারওয়ারুল হাসান।