রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবওয়েতে ন্যাশনাল গার্ড মোতায়েন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৯ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার

নিউইয়র্কে অপরাধ দমনে নতুন আইন হচ্ছে

 
ক্রমেই অবনতি ঘটতে থাকা নিউইয়র্ক সিটির সাবওয়ের আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যাশনাল গার্ড নিয়োগ দিলেন গভর্নর ক্যাথি হোকুল। গত বুধবারই তাদের বিশ্বের বৃহত্তম এই সাবওয়ে সিস্টেমে মোতায়েন করা হয়েছে। সাবওয়ের ভেতরে হত্যাকান্ড, গোলাগুলি ও সাধারণ যাত্রীদের ওপর হামলার সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক স্টেট এ পদক্ষেপ নিল।
উল্লেখ্য, এমটিএ পুলিশ ও সিটির ২ হাজার অতিরিক্ত পুলিশ অফিসার সাবওয়ে সিস্টেমে নিয়োগ করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। ফেব্রুয়ারিতে ব্রংকসে ৪ ট্রেন লাইনের একটি প্লাটফর্মে প্রকাশ্য দিবালোকে দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে। এতে ২ জন প্লাটফর্মেই মারা যায়। এসব কারণে যাত্রীরা দিনদিন বাস ও ট্রেন ভ্রমণে বিমুখ হয়ে পড়ছে। এক তথ্যে বলা হয়েছে, সাবওয়েগুলোর শতকরা ২৫ ভাগ দখল করে রাখে হোমলেসরা। যাত্রীরা বাস ট্রেনে উঠে অস্বস্তিকর অবস্থায় পড়েন। এমনই পরিস্থিতিতে গভর্নর সাবওয়েতে ৭৫০ জন ন্যাশনাল গার্ড ও ২৫০ জন স্টেট পুলিশ নিয়োগের নির্দেশ দিলেন। তারা প্রয়োজনে স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাগ তল্লাশিও করতে পারবে।
গত বুধবার গভর্নর সাংবাদিকদের বলেন, যাত্রীরা কাজে যাবেন বা আত্মীয়স্বজন কিংবা ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ট্রেনে ওঠার পর যদি তাদের মনে হয় পাশে বসা যাত্রীর কাছে অস্ত্র রয়েছে এবং তিনি যে কোন সময় অঘটনের শিকার হতে পারেন, তাহলে এমন দুঃসহ চিন্তা নিয়ে মানুষ সাবওয়েতে উঠতে চাইবে না। সাবওয়েতে শঙ্কামুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। গভর্নর বলেন, সম্প্রতি সাবওয়ের ভেতর যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরেছে তা আর বরদাস্ত করা হবে না। এইতো সেদিন ৬৪ বছর বয়স্ক একজন নিউইয়র্কারকে পেন স্টেশনে ট্রাকের ভেতর ধাক্কা মেরে ফেলে দেয়া হলো। ২৭ বছর বয়সের একজনকে ম্যানহাটানে এ ট্রেনের ভেতর চাকু দিয়ে আঘাত করা হলো। ২৯ বছর বয়স্ক ট্রেন কন্ডাক্টরের ঘাড়ে চাকু মারা হলো। সাবওয়ের ভেতর ভয় ও রক্ত ঝরার পরিবেশ বন্ধ করতে যা প্রয়োজন তা করা হবে। গভর্নর বলেন, আমি একটি আইন প্রণয়ন করার উদ্যোগ নিচ্ছি যাতে ক্রিমিনালদের সাবওয়ের ওঠা নিষিদ্ধ করা হবে। একই সাথে ডিডব্লিউআই নেয়ায় অভিযুক্ত ড্রাইভাররা আর হুইলে বসতে পারবে না। নতুন এই আইন অনুসারে কেউ সাবওয়েতে অপরাধ করলে তাকে তিন বছরের জন্য সাবওয়েতে নিষিদ্ধ করা হবে। সে কোনভাবেই আর ট্রেন স্টেশনে ঢুকতে পারবে না।
এমটিএ সিইও জানো লাইবার বলেছেন, ২০২৩ সালে সাবওয়ের কর্মচারিদের ওপর হামলার অপরাধে ৩৮ জন গ্রেফতার হয়েছিল। তদন্ত করে দেখা যায়, তারা এ ধরনের অপরাধের জন্য ৬০০ বার গ্রেফতার হয়েছিল। তিনি বলেন, অপরাধীর সংখ্যা খুবই কম। মুষ্টিমেয় কিছু অপরাধীই ঘুরেফিরে বারবার অপরাধ করে থাকে। তাদের নিয়ন্ত্রণ করতে পারলেই অপরাধ কমে আসবে। আধুনিক টেকনোলোজি ব্যবহার করে সাবওয়ে ক্রিমিনালদের দূরে রাখা সম্ভব। আমরা তা প্রয়োগের উদ্যোগ নিচ্ছি।