মেয়রের শীর্ষ সহযোগী উইনির বাসায় তল্লাশি
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩৫ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
নির্বাচনী তহবিল নিয়ে তদন্তে এফবিআই
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের প্রধান এইড উইনি গ্রিকোর বাসা ও অফিসে তল্লাশি চালিয়েছে। গত বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে এ অভিাযান চালায়। বাড়ি দুটি ব্রংকস ও ব্যক্তিগত অফিস কুইন্সের ফ্লাশিং-এ অবস্থিত। বিষয়টি এফবিআই এর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিউইয়র্ক টাইমস, এএম, নিউইয়র্ক পোস্ট শুক্রবার ফলাও করে এ সংবাদ পরিবেশন করেছে।
এদিকে কুইন্সের নিউ ওয়ার্ল্ড মলেও এফবিআই তল্লাশী চালিয়েছে। ২০২১ সালে এই মলের ২৩১ জন ব্যবসায়ী ও কর্মচারি এরিক এডামসের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছিলেন। এই মলে মেয়র ঘন ঘন যাতায়াত করেন। মলের চেয়ারম্যান ও জে মার্টের স্বত্ত্বাধিকারী লিয়ান উ শাও মেয়রের নির্বাচনী তহবিলের অন্যতম ডোনার। তিনি ২০২১ সালে এরিক এডামসের জন্য ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করে প্রায় ৫৫ হাজার ডলার সংগ্রহ করেছিলেন।
এই তল্লাশির ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়রের ক্যাম্পেইন উপদেষ্টা ভিটো পিটা। তিনি বলেছেন, ২০২১ সাল থেকে নির্বাচনী তহবিলের সকল হিসাব ক্যাম্পেইন এন্ড ফাইন্যান্স বোর্ডে দাখিল করা হয়েছে। এ ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি। যে কোন তদন্তে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি।
মেয়র গত শুক্রবার বলেছেন, উইনির ব্যাপারে এফবিআই আমার সাথে কোন যোগাযোগ করেনি। তবে যেকোন অভিযোগ ও তদন্তে আমার প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। সিটি প্রশাসন উইনীকে অনির্দিষ্ট কালের জন্য বাধ্যতামূলক ছুটি প্রদান করেছে গত বৃহস্পতিবারেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ছুটিতেই থাকবেন।
সিটি হলের একজন মুখপাত্র বলেছেন, মিসেস গ্রেকো ২৯ ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক ছুটিতে রয়েছেন। এদিকে ঠিক কী কারণে অভিযান পরিচালনা করা হয়েছে তা স্পষ্ট করেনি এফবিআই। তবে এডামস ও গ্রিকোর বিরুদ্ধে বেআইনিভাবে বিদেশি ডোনেশন গ্রহণের অভিযোগ রয়েছে। স্ট্র ডোনারের মাধ্যমে এ ডোনেশন তুরস্ক থেকে নেয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে মেয়রের নির্বাচনী তহবিল সংগ্রহের বিষয়ে এফবিআই তদন্ত করছে। এই তদন্তের অংশ হিসেবেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।