যুক্তরাষ্ট্রে নানা আয়োজন ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩৬ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক দিন ৭ই মার্চ। দিবসটি ইউনেস্কো’র ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত। এদিন বাংলাদেশের জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার প্রারম্ভিক ডাক দিয়েছিলেন।
দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে। বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে।
এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটির ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনধি ও চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স তৌফিক ইসলাম শাতিল। বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি বাংলাদেশের মুক্তিসংগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো, ১৯৭১ সালের ৭ই মার্চ রমনার রেসকোর্স ময়দানে জাতির পিতার দেওয়া ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে।