আর্ত মানবতার সেবা অব্যাহত থাকবে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৪৫ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
বাাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভা
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব ডিষ্ট্রিক্ট ২০-আর ২-এর নিয়মিত মাসিক সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শাহ নেওয়াজের সভাপতিত্বে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্সের ডিষ্ট্রিক্ট গর্ভনর রেমন স্মিথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ডিষ্ট্রিক্ট ৩১৫এর ফার্স্ট গভর্নর মোহাম্মদ হানিফ, ডিষ্ট্রিক্ট ২০-আর ২-এর সাবেক গভর্নর এমাদু সাই ও মাদাদি সাই। এছাড়া সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রকি আলিপন, লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন আসেফ বারী টুটুল, লায়ন আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন জেএফএম রাসেল।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ থেকে আগত লায়ন মোহাম্মদ হানিফকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানান হয়। অন্যান্য অতিথিদের সংগঠনের ‘ব্যাজ’ ও ‘কোট পিন’ পরিয়ে দেয়া হয়।
সভায় প্রধান অতিথির ভাষণে লায়ন্সের ডিস্ট্রিক্ট গর্ভনর রেমন স্মিথ বলেন, প্রবাসী বাংলাদেশিসহ নিউইয়র্কের মানুষের কল্যাণে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও আর্তমানবতার সেবা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কমিউনিটিতে সহযোগিতা প্রদানে লায়ন্স ক্লাব ইতিবাচক কার্যক্রম চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে লায়ন শাহনেওয়াজ সংগঠনের বিগত দিনের কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন, মানুষের কল্যাণে লায়ন্স ক্লাব আন্তরিকার সাথে কাজ করে যাচ্ছে। আগামীতেও আর্তমানবতার আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক রাসেল তাঁর মাসিক প্রতিবেদন উপস্থাপন করে বলেন, গত বছর আমরা অত্যন্ত সফল ভাবে ২৬টি কার্যক্রম পরিচালনা করেছি। এসময় তিনি পরবর্তী কর্ম পরিকল্পনা তুলে ধরেন।