‘বাংলাদেশিরা একটি উজ্জ্বল কমিউনিটি’
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৪৮ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
গ্রেসি ম্যানশনে বাংলাদেশি হেরিটেজ ডে
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবন গ্রেসি ম্যানশনে ‘বাংলাদেশি হেরিটেজ এবং স্বাধীনতা দিবস’ উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি যোগ দেন।
এই প্রীতি সম্মিলনীতে মেয়র সমাজসেবায় অবদান রাখার জন্য বেশ কয়েকজন বাংলাদেশিকে বিশেষ সম্মানে ভূষিত করেন। মেয়র ছাড়াও অনুষ্ঠানে কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার প্রমুখ বক্তব্য রাখেন। প্রশাসন, পুলিশ বিভাগ, আইন ও বিচার বিভাগ, স্বাস্থ্য খাতসহ নিউইয়র্কের বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে।
মেয়র এরিক এডামস নিউইয়র্কে বাংলাদেশি নাগরিক সাধারণকে তাঁর বন্ধু উল্লেখ করে বলেন, বাংলাদেশিরা একটি উজ্জ্বল কমিউনিটি। বিভিন্ন পেশায় ইতোমধ্যে তারা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
‘বাংলাদেশ হেরিটেজ মান্থ’ উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা উপলক্ষে মেয়র ভবন গ্রেসি ম্যানশন পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায়।