রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে নিখোঁজ বাইপোলার ডিস অর্ডারে আক্রান্ত ভারতীয়

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:২২ পিএম, ১০ মার্চ ২০২৪ রোববার

বাইপোলার ডিসঅর্ডার (Bipolar Disorder) রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। সারা বিশ্বেই। এবার নিউইয়র্ক (Newyork) সিটিতে “বাইপোলার ডিসঅর্ডার”-এ আক্রান্ত ২৫ বছর বয়সী এক ভারতীয় মহিলা নিখোঁজ (Missing) হয়েছেন। তাঁকে শেষ ১ মার্চ শহরের কুইন্স বরোতে তাঁর বাড়ি থেকে বের হতে দেখা যায়। পুলিশ তাঁকে খুঁজে পেতে জনসাধারণের কাছে সাহায্য চেয়েছে।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের মতে, ফেরিন খোজা নামে পরিচিত মহিলাটিকে ১ মার্চ রাত ১১টার দিকে   নীল জিন্স, একটি সবুজ সোয়েটার এবং একটি জলপাই সবুজ জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল। বিভাগটি আরও জানিয়েছে যে খোজা “বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন”। এদিকে নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেলকে ওই বিষয়ে জানানো হয়েছে। 

ইন্ডিয়ানার পারডু ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিখোঁজ ছাত্রের মৃতদেহ পাওয়া যাওয়ার দুই মাসেরও বেশি সময় পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ভারতীয় নাগরিকের এই নিখোঁজের ঘটনাটি ঘটেছে।

পারডু ইউনিভার্সিটির জন মার্টিনসন অনার্স কলেজে কম্পিউটার সায়েন্স এবং ডেটা সায়েন্সের ছাত্র নীল আচার্যর ২৮শে জানুয়ারী প্রথম নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। দুই দিন পর কর্তৃপক্ষ নিশ্চিত করে তাঁর মৃত্যু হয়েছে।