রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিদিন সিটির হিসাব অভিবাসীপিছু ব্যয় $৩৮৭

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১১ এএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার


 

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ প্রত্যেক অভিবাসীর জন্য প্রতিদিন ৩৮৭ ডলার খরচ করছে। এ খরচ শুধু খাবার ও বাসস্থানের জন্য। হেলথ বেনিফিট এ হিসেবের বাইরে। নিউইয়র্ক সিটির বাসিন্দাদের ট্যাক্সের অর্থে তাদের ভরণপোষণ করা হচ্ছে।
সিটির সরাসরি তত্ত্বাবধানে রয়েছে ৬৫ হাজার ৪শ মাইগ্রান্ট। গত ৩ বছর যাবৎ এ ব্যয় বহন করছে নিউইয়র্কাররা। উল্লেখ্য, সিটিতে গত তিন বছরে দেশের দক্ষিণ সীমান্ত পার হয়ে এসে আশ্রয় নিয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার মাইগ্রান্ট বা এসাইলাম প্রার্থী। নিউইয়র্কারদের ট্যাক্সে আশ্রিত মাইগ্রান্টদের সাম্প্রতিক আইনশৃংখলা বিরোধী কর্মকান্ডে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশের ওপর হামলা ও প্রকাশ্য দিবালোকে বন্দুক উঁচিয়ে ম্যানহাটানের স্টোরে ডাকাতির ঘটনাও ঘটিয়েছে তারা। পর্যটকদের প্রিয় টাইমস স্কয়ার তাদের বেপরোয়া চলাফেরায় অনিরাপদ হয়ে উঠছে। ফাইভ স্টার হোটেলগুলো এখন বসবাসের অযোগ্য ক্যাম্পে পরিণত হয়েছে। যত্রতত্র আর্বজনায় পরিবেশ হয়ে উঠছে দুর্গন্ধময়। এই মাইগ্রান্ট ইস্যু ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতায় মেয়র এরিক এডামসের জনপ্রিয়তা এখন তলানিতে, ২৫ শতাংশেরও কম।   
মাইগ্রান্টদের খরচের যোগান দিতে চাপ পড়েছে সিটির ওপর। গত নভেম্বর থেকে তিন দফায় সিটির ব্যয় কমানো হয়েছে শতকরা ১৫ ভাগ। অনেক ডিপার্টমেন্টে হায়ারিং বন্ধ করে রাখা হয়েছে। এদিকে প্রায় পৌনে ২ লাখ মাইগ্রান্টদের সমস্যা মোকাবেলায় সিটি ও স্টেট বারবার ফেডারেল সরকারের দ্বারস্থ হচ্ছে। কিন্তু আশাপ্রদ সাড়া মিলছে না। তা নিয়ে মাঝেমধ্যেই গভর্নর ক্যাথি হোকুল ও মেয়র এরিক এডামসকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। হোকুল ও এডামসের বক্তব্য হচ্ছে, মাইগ্রান্ট ইস্যু জাতীয় সমস্যা। এর দায়ভার কেন্দ্রীয় সরকারের। কিন্তু এ সমস্যা মোকাবেলায় নিউইয়র্ক একা কেন? ফেডারেল সরকারের যেভাবে সাহায্যের হাত বাড়ানো উচিত ছিল তা তারা করছে না।