রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ইফতার অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৬ এএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার


    
  
বাংলাদেশি কমিউনিটির  সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত বুধবার ১৩ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ সাংবাদিক মাহমুদ খান তাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য বে ওয়েভ পত্রিকার সম্পাদক ও জেবিটিভি’র প্রেসিডেন্ট ড. আবু জাফর মাহমুদ, সাবেক সংসদ সদস্য ও ঠিকানার সম্পাদক এম এম শাহিন, সাপ্তহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, টাইম টিভি’র সিইও ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, খান টিউটোরিয়ালের প্রেসিডেন্ট নাইমা খান, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন, নিউইর্য়ক সিটি ট্রাফিক পুলিশ ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি আলেকজান্ডার সাদিক। অনুষ্ঠানটি পরিচাললায় ছিলেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ রশীদ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব মনজুর আহমদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া, মঈন উদ্দিন নাসের, সাঈদ তারেক, আইবি টিভি’র চেয়ারম্যান জাকারিয়া মাসুদ জিকো, বাংলা ট্রাভেলস-এর বেলায়েত হোসেন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, আলমগীর খান আলম, নুরুল আজিম, হারুন ভূইয়া, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, ফাহাদ সোলায়মান,মাকসুদুল এইচ চৌধুরী, দর্পন কবির, শওকত ওসমান রচি, ইভান খান, আবু বকর সিদ্দিক, মোস্তফা অনিক রাজ, জলি আহমেদ, মাহাতির ফারুকী, জাহিদ রহমান, আদিত্য শাহিন, সৈয়দ এম আলী, কমিউনিটি একটিভিস্ট আবু সাইয়িদ আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শিবলী চৌধুরী কায়েস,সাংবাদিক সৈয়দ খসরু, হ্যালো নিউইয়র্ক সম্পাদক জাহিদ আলম,সাংবাদিক ফিরোজ কবির, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সাংবাদিক ইমরান আনসারী, বিশিষ্ঠ ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, লায়নস ক্লাবের সাধারন সম্পাদক জেএফএম রাসেল লায়ন রকি আলিয়ান, সানমুন এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, লায়ন আহমেদ সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, সমস্ত সৃষ্টিকূলের জন্য সৌভাগ্যের মাস রমজানে নিউইয়র্ক সিনেট অধিবেশন কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়ায় একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আর এই ঐতিহাসিক দৃষ্টান্তের সঙ্গে বাংলাদেশি আলেম, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা আব্দুস সাদিকের নামও যুক্ত হয়ে আছে। অনুষ্ঠানে মাওলানা আব্দুস সাদিক তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
আজকাল সম্পাদক শাহ নেওয়াজ অতিথিদের আগামী ২৩ মার্চে গোল্ডেন এজ হোম কেয়ারের ইফতার মাহফিলে যোগ দেবার আমন্ত্রণ জানান। উডসাইডের গুলশান টেরেসে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিক।