মেরিল্যান্ডে ফোবানার কিক-অফ এন্ড ডিনার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৮ এএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার
আগামী ৩০ আগস্ট শুরু হতে যাচ্ছে মেরিল্যান্ড ফোবানা। লেবার ডে উইকএন্ডের এই কনভেনশন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। গত ৯ মার্চ মেরিল্যান্ড রামাদা হোটেলে অনুষ্ঠিত ‘মেরিল্যান্ডে ফোবানা কনভেনশন ২০২৪’-এর কিক অফ এন্ড গালা ডিনার অনুষ্ঠানে সংগঠনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ এই ঘোষণা দেন। এটি হবে ফোবানার ৩৮ তম কনভেনশন।
অনুষ্ঠানে শাহ নেওয়াজ ছাড়াও ফোবানার সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, জাহাঙ্গির কবীর বাবলু, কবীরুল ইসলাম,মেম্বার সেক্রেটারি মো: সরোয়ার মিয়া, হোস্ট কমিটির চেয়ারম্যান মো: ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে ১০১ সদস্যের হোস্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় ফোবান স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ নবনির্বাচিত মেরিল্যান্ড ফোবানার কর্মকর্তাদের পরিচয়পত্র পরিয়ে দেন। উপস্থিত শত শত দর্শক-শ্রোতা করতালির মধ্য দিয়ে নতুন কমিটিকে অভিনন্দিত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, আমরা সকলে মিলে মেরিল্যান্ড ফোবানা ২০২৪ কে স্মরণীয় করে রাখবো। একটি নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে আগামীতে ঐক্যবদ্ধ ফোবানা আপনাদের উপহার দিতে পারবো বলে আশা করছি।
ফোবানার নেতৃবৃন্দ বলেন, আমরা এখানে কিছ ুনিতে আসিনি বরং আমরা সকলে একটি সফল ফোবানা উপহার দিতে একত্রিত হয়েছি। ফোবানার মাধ্যমে সমাজের সবচেয়ে গুণি ব্যক্তিদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক তৈরি হয়। যা মেরিল্যান্ড ফোবানার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
মেরিল্যান্ডবাসীরা ফোবানা সম্মেলনের আয়োজন করতে পেরে নিজেদের অত্যন্ত সম্মানিত মনে করছেন বলে অনুষ্ঠানে তারা জানিয়েছেন। ‘মেরিল্যান্ড ফোবানা ২০২৪’ -কে সর্বোতভাবে সফল কওে তোলার জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন নব নির্বাচিত কনভেনর জাহাঙ্গির কবীর বাবলু।
অনুষ্ঠানে মেরিল্যান্ড ফোবানার ‘থিম সং’পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করেন জনপ্রিয় শিল্পী এবং সাপ্তাহিক আজকাল-এর ম্যানেজিং এডিটর রানো নেওয়াজ ও অনিক রাজ সহ স্থানীয় শিল্পীবৃন্দ। এবারের অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিল ‘বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন’।