গ্রীনকার্ড ফিরিয়ে দিচ্ছেন ব্যারিস্টার সুমন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৫ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার
আমেরিকার স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রীনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সংসদ সংদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন। বলেছেন, জন্ম মৃত্যু এলাকার মানুষের সাথেই তাঁর বাধা। বুধবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ইফতার পার্টিতে তিনি একথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, সংসদ সদস্য যেকোনো অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে তাঁর লড়াই আগের মতোই অব্যাহত থাকবে।
সংসদ সদস্য হওয়ার পর প্রথম যুক্তরাষ্ট্রে আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুর রহমান সুমন। বুধবার তাঁর সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবারে তাঁর আসার উদ্দেশ্য আমেরিকার গ্রীনকার্ড ফিরিয়ে দেওয়া। কেননা, তিনি মনে করেন, জনপ্রতিনিধিদের অন্য কোনো দেশে সেকেন্ড হোম কিংবা সেইফ এক্সিট নেওয়ার সুযোগ নেই।
সৈয়দ সায়েদুর রহমান সুমন বলেন, যেখানে অন্যায়-অবিচার-অসঙ্গতি দেখবেন সেখানে আগের মতোই তিনি প্রতিবাদ করবেন। সংসদেও তাঁর সেই অবস্থান তুলে ধরবেন।
ইফতার পার্টিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, ব্যবসায়ী নূরুল আজিম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।