মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কমিউনিটিতে শোক

আওয়ামী লীগ নেতার পুত্রের অকাল মৃত্যু

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৮ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার


 
 
নিউইয়র্কের সেরা ১০ পাবলিক স্কুলের শীর্ষস্থানীয় ‘স্টাইভ্যাসেন্ট হাই স্কুল’ থেকে গ্র্যাজুয়েশনের পর কুইন্স কলেজ থেকে বিজনেস-ফাইন্যান্সে উচ্চতর ডিগ্রি নেওয়া রায়হান ইফতেখান জামানের (২৯)-এর লাশ উদ্ধার করলো নিউইয়র্কের পুলিশ তার ব্যায়ামাগার থেকে। নিউইয়র্কের কুইন্সে রিগোপার্ক এলাকায় বাসার পেছনে নিজেদের তৈরি ব্যায়ামাগার থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান এবং জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি মোর্শেদা জামানের একমাত্র পুত্র সন্তান রায়হান ইফতেখার জামানের (২৯) লাশ উদ্ধার করলো নিউইয়র্কের পুলিশ। ঘটনাটি ঘটে গত ১৪ মার্চ। প্রতিদিনের মত রায়হানের বাবা কৃষিবিদ আশরাফুজ্জামান সকাল সোয়া আটটার দিকে কাজে চলে গিয়েছিলেন। মোর্শেদা জামানও প্রতিদিনের মত ছেলেকে সকালের নাস্তা খাইয়ে কাজ চলে যান। আশরাফুজ্জামান জানান, মাত্র কয়েক মাস আগে তার ছেলের চাকরি হয়েছিল জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দরে। প্রতিদিন সে বিকেল ৩টার দিকে কাজে যায়। তারা মনে করেছিলেন ছেলে কাজে গিয়েছে। কিন্তু মা মোর্শেদা জামান দুপুরে তার স্বামীকে ফোন করেন। এবং বলেন রায়হান কাজে গিয়েছে কিনা। আশরাফুজ্জামান বাসার ভিডিও ক্যামেরায় দেখতে পান তার ছেলে দুপুর ১২টার দিকে তার জিম রুমে ঢুকেন। মোর্শেদা জামান প্রথমে দেখেই হাউমাউ করে কেঁদে উঠেন এবং বলতে থাকেন, এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় ছিল আমার সন্তান, আমার বুকের ধন। সে আমাদের ছেড়ে চলে গেল আমরা থাকবো কী করে? কার জন্য থাকবো? অনেক কষ্টে কান্না সংবরণ করে বলেন, আমার ছেলে আমাদের বাসার দ্বিতীয় তলায় ঘুমায়। সে বাসার বেইসমেন্টও দখল করে নেয়। সেখানে তার ব্যায়মের জিনিসপত্র ছিল। আমি তখন বাড়ির ব্যাকইয়র্ডে এক রুম তৈরি করি নিজের জিনিসপত্র রাখার জন্য। সেই রুমটিও আমার ছেলে নিয়ে নেয়। সেখানে তার ব্যায়ামের নতুন যন্ত্রপাতি রাখে। শত হলেও ছেলেতো কিছু বলতে পারি না। সে যেভাবে খুশি থাকে সেইভাবেই তাকে রাখার চেষ্টা করেছি।
রায়হান জামানের নামাজে জানাজা গত ১৬ মার্চ বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে আশরাফুজ্জামান তার ছেলের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন। নামাজে ইমামতি করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। জানাজায় কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে লং আইল্যান্ডের মুসলিম গোরস্থানে তার লাশ দাফন করা হয়।