মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকদের সম্মানে মুনার ইফতার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৫ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার


    
 
নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সন্মানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) এক ইফতার মাহফিল গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রদত্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইসলামে কখনই এক্সট্রিমিজম ছিল না। গোটা বিশ্বের মুসলমানরাই মধ্যমপন্থী জাতি। কতিপয় ব্যক্তির জন্য ইসলাম বিরোধীরা ইসলামকে এক্সটিমিস্ট ধর্ম হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়েছে। তারা বলেন, মুনা সকল ধর্ম ও গোত্রকে নিয়েই মানব সেবায় কাজ করছে। ইন্টারফেইথ সম্পর্ক স্থাপনে মুনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। মানব সেবাকেই প্রাধান্য দিয়ে  কাজ করছে মুনা।
জ্যাকসন হাইটসের মুনা সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ ও বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী। মাহফিলে সভাপতিত্ব করেন মুনা মিডিয়া সেলের প্রধান আনিসুর রহমান। বক্তব্য রাখেন প্রফেসর ড. রহুল আমিন, আব্দুল্লাহ আল আরিফ, আহমেদ আবু উবায়দা, রাশিদুজ্জামান, জয়নাল আবেদীন, এবিএম সালেহউদ্দীন, মনোয়ারুল ইসলাম ও মমিন মজুমদার।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামসুল হক, নাজমুল আহসান, আবু তাহের, মোহাম্মদ সাইয়িদ, রতন তালুকদার, এবিএম সালাহউদ্দীন আহমেদ, ইমরান আনসারি, মনজুরুল ইসলাম, সানাউল হক সানা, মাহাতির খান ফারুকী, রশীদ আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌরভ ইমাম, এমদাদ চৌধুরী দীপু, জামিল আনসারি, ইকবাল মাহমুদ প্রমুখ।