টেক্সাস থেকে নিউইয়র্কে অভিবাসী নিয়ে আসবে না
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৬ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার
একটি বাস কোম্পানীর ঘোষণা
অবশেষে একটি বাস কোম্পানী টেক্সাস থেকে নিউইয়র্কে মাইগ্রান্ট না আনার ঘোষণা দিল। এ বছরের শুরুতে মাইগ্রান্ট বহনকারি ১৭টি বাস কোম্পানীর বিরুদ্ধে নিউইয়র্ক সিটি মামলা দায়ের করেছিল। এসব কোম্পানীর বাস যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল বিশেষ করে টেক্সাস ও আরিজোনা স্টেট থেকে মাইগ্রান্ট বা এসাইলাম প্রার্থীদের নিউইয়র্কে নিয়ে আসার দায়িত্ব পালন করছে। গত আড়াই বছরে প্রায় পৌনে ২ লাখ ম্ইাগ্রান্ট নিউইয়র্কে আশ্রয় নিয়েছে। নিউইয়র্ক সিটি ও স্টেট অতিরিক্ত এই জনগোষ্ঠীর চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
নিউইয়র্ক সিটির মামলার প্রেক্ষিতে রোডরানার চার্টার বাস কোম্পানী অতঃপর নতুন করে মাইগ্রান্ট বহন করবে না বলে নিউইয়র্ক সিটির সাথে চুক্তিবদ্ধ হয়েছে গত ২০ মার্চ বুধবার। মেয়র অফিস এ চুত্তির সত্যতা স্বীকার করেছে।