ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার
ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ বুধবার (২৭ মার্চ) চতুর্থ দিনের মতো অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হয়৷ এদিন ৬ এপ্রিলের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
আগামীকাল (বৃহস্পতিবার) টিকিট দেওয়া হবে ৭ এপ্রিলের৷ ওইদিন যারা অগ্রিম টিকিট নেবেন তারা আগামী ৭ এপ্রিল ভ্রমণ করতে পারবেন৷ অনলাইনে এ টিকিট সংগ্রহ করতে হবে৷ এর আগে গতকাল মঙ্গলবার যারা অগ্রিম টিকিট নিয়েছেন তারা আগামী ৫ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।
যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে৷
ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন৷ একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন৷ তবে এ টিকিট রিফান্ড (ফেরত দেওয়া) করা যাবে না৷
এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসনের টিকিট বিক্রি শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রয় করা হবে৷
এরই মধ্যে রেলে ঈদযাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ৷ যাত্রীদের নির্বিঘ্নে প্ল্যাটফর্মে প্রবেশ ও জনভোগান্তি এড়াতে কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট স্টেশন এবং জয়দেবপুর জংশনে তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড৷