ল্যু সমীপে ড. সিদ্দিক
বাইডেন-হাসিনা বৈঠক আয়োজনের অনুরোধ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৪ এএম, ৩০ মার্চ ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট জন ল্যূ’র সাথে দেখা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি জন ল্যুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছেন। জবাবে জন ল্যু বলেছেন, দু’দেশের সরকার প্রধানদের মধ্যে বন্ধুত্বের মনোভাব পোষণ একান্ত প্রয়োজন ও তা নিয়ে কাজ হচ্ছে। তবে তিনি বলেছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন। আমাদের হাতে যথেষ্ট সময় নাও পেতে পারি।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে ডোনাল্ড ল্যু অতিথি হিসেবে আসেন। সেখানে তিনি চার মিনিট বক্তব্য রাখেন। বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবর অত্যন্ত সোচ্চার ডোনাল্ড ল্যু তার এই চার মিনিটের বক্তব্যে এসব কোন বিষয়েরই উল্লেখ করেননি। তার বক্তৃতা ছিল বাংলাদেশি বংশোদ্ভুত একজন ব্যক্তিকে নিয়ে, যিনি আইটি প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এই বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত ড. সিদ্দিকুর রহমান ‘সাইড টক’-এ ল্যু’র সাথে আলাপ করেন। বিষয়টি ড. সিদ্দিক নিজেই তার ফেসবুকে ভেরিফাইড পোস্টে তা তুলে ধরেন।
সিদ্দিকুর রহমান তার পোস্টে লিখেছেন, বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদন্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের বিষয়টিও তার কাছে উত্থাপন করেছি। জবাবে ডোনাল্ড ল্যু এ ব্যাপারে জাস্টিস ডিপার্টমেন্টের জটিলতার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে ড. সিদ্দিকুর রহমান ‘আজকাল’ প্রতিনিধিকে বলেন, ডোনাল্ড ল্যু’র সাথে আন্তরিকভাবে কথা হয়েছে। আমি খুনি রাশেদকে ফেরত দেবার ব্যাপারে জোর দাবি জানিয়েছি। আমার ইরেজিতে লেখা ‘শেখ মুজিবুর রহমান: দ্য আনফিনিশড মেমরস’ বইটি তাকে উপহার দিয়েছি।