রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে পুলিশ হত্যা অপরাধী চিহ্নিত গ্রেপ্তার ২

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫২ এএম, ৩০ মার্চ ২০২৪ শনিবার


 
নিউইয়র্কে দুর্র্র্বৃত্তের গুলিতে পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। গত সোমবার কুইন্স এলাকার ফার রক ওয়েতে দায়িত্ব পালনের সময় সাদা পোশাকের এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সোমবার ২৫ মার্চ বিকেল ৬টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম জনাথন ডিলার। গাড়িতে থাকা গাই রিভেরা নামে এক ব্যক্তিকে তল্লাশী করার চেষ্টাকালে নিহত পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরে জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ কর্মকর্তার চাকরির বয়স হয়েছিল ৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেন। নিহত কর্মকর্তার বয়স হয়েছিল ৩১ বছর। জনাথন দিলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনওয়াইপিডি ও নিউইয়র্ক সিটির সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, কমিউনিটি রেন্সপন্স টিমের একজন সদস্য হিসাবে জনাথন ডিলার বাস স্ট্যান্ডে পার্ক একটি গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে বসা ব্যক্তি গাই রিভেরাকে তল্লাসী করার জন্য বেরিয়ে আসতে বললে সে তা অমান্য করে। এ সময় পুলিশ গুলি চালায়। দুর্বৃত্ত গাই রিভেরাও তখন পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা জনাথন ডিলারকে সাথে সাথে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ দুর্বৃত্ত গাই রিভেরা পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য, অপরাধী গাই রিভেরা বিভিন্ন মামলায় ইতিমধ্যেই সাজা ভোগ করেছে। পুলিশ কর্মকর্তা জনাথন দিলারের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস এবং এনওয়াইপিডি’র কমিশনার এডওয়ার্ড ক্যাভান।