মালয়েশিয়ার প্রিমিয়াম ভিসা: বাংলাদেশিসহ ৪৭ বিদেশি ধনীর আবেদন
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৫ এএম, ৩১ মার্চ ২০২৪ রোববার
মালয়েশিয়ার প্রিমিয়াম ভিসা (পিভিআইপি) প্রোগ্রামে আবেদন করেছেন বাংলাদেশিসহ ৪৭ জন বিদেশি ধনী বিনিয়োগকারী।
মালয়েশিয়ায় ধনী বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং ধনী বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে মালেয়েশিয়া সরকার এ প্রিমিয়াম ভিসা প্রোগ্রাম (পিভিআইপি) চালু করে ২০২২ সালের অক্টোবরে।
২০২২ সালে শুরু হওয়ার পর থেকে প্রিমিয়াম ভিসা প্রোগ্রামে আবেদন করেছেন মাত্র ৪৭ জন ধনী বিদেশি বিনিয়োগকারী।
শুক্রবার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এক বিবৃতিতে বলেছেন, যারা আবেদন করেছেন তাদের বেশিরভাগই তাইওয়ান ও চীনের।
তিনি বলেন, দুই দেশের পাশাপাশি প্রিমিয়াম ভিসাধারীদের মধ্যে নেদারল্যান্ডসের দুজন, জার্মানির দুজন, যুক্তরাষ্ট্রের দুজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, জাপানের একজন, তুর্কির একজন এবং বাংলাদেশের একজন রয়েছেন।