কমিউনিটি বোর্ডে ১২ বাংলাদেশি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪০ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার
কুইন্সের বরো প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগ
কুইন্স কমিউনিটি বোর্ডে নতুন করে ১২ জন বাংলাদেশি দুই বছরের জন্য পাবলিক সার্ভেন্ট হিসেবে নিয়োগ পেলেন। কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস গতকাল বৃহস্পতিবার ১৪টি কমিউনিটি বোর্ডের ৩৫৫ জান পাবলিক সার্ভেন্টের নাম ঘোষণা করেন। এ বছর এই পদের জন্য মোট আবেদনকারী ছিলেন ৮৪৮ জন।
জ্যামাইকা, কিউ গার্ডেন, ব্রায়ারউড, সাউথ ফ্লাশিং ও হলিসউড নিয়ে গঠিত কমিউনিটি বোর্ড ৮-এ সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। তারা হলেন ফকরুল ইসলাম দেলোয়ার, সাইফ আলম, দিল আফরোজ নার্গিস, দিলীপ নাথ, আলেয়া সেলিম ও মোহাম্মদ তুহিন। কমিউনিটি বোর্ড-১ থেকে নির্বাচিত হয়েছেন আমিন মেহেদী। নির্বাচিত অন্য বাংলাদেশিরা হলেন ওসমান আলী চৌধুরী (কমিউনিটি বোর্ড-২), মোহাম্মদ ইসমাইল (কমিউনিটি বোর্ড-৪), কামাল ভূঁইয়া (কমিউনিটি বোর্ড-৯), ফজলুর রহমান (কমিউনিটি বোর্ড-১০) ও খোন্দকার ইসলাম (কমিউনিটি বোর্ড-১২)। প্রত্যেকটি কমিউনিটি বোর্ডের সদস্য সংখ্যা ৫০ জন। প্রতি দুই বছর মেয়াদে কুইন্স বরো কমিউনিটি বোর্ডে ৩৫৫ জনকে নিয়োগ দেয়া হয়। এ বছর ২০২৪-২০২৫ মেয়াদে এই নিয়োগ দেয়া হলো।
নির্বাচিতদের মধ্যে অনেকেই পুনঃনির্বাচিত হয়েছেন। তবে ৫৫ ভাগ সদস্যই নতুন। যাদের মধ্যে ১১৭ জন রয়েছেন মহিলা। কমিউনিটি বোর্ডে এশিয়ান, আফ্রিকান ও স্প্যানিশ প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।