সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চায়না ও রাশিয়ার বিরুদ্ধে নতুন অংশীদারিত্ব

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৩ এএম, ১৩ এপ্রিল ২০২৪ শনিবার

যুক্তরাষ্ট্রে জাপানের প্রেসিডেন্ট
 

 

চায়না ও রাশিয়াকে মোকাবিলা করার লক্ষ্যে সামরিক সহযোগিতার পরিকল্পনাসহ ক্ষেপণাস্ত্র থেকে চাঁদে অবতরণ পর্যন্ত নতুন বেশ কিছু প্রকল্পের উন্মোচন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত বুধবার হোয়াইট হাউসে করা এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন প্রকল্পগুলোর কথা জানানো হয়।

এদিন হোয়াইট হাউসে আড়ম্বরপূর্ণ এক রাজকীয় নৈশভোজে আলোচনার মাধ্যমে ইউএস স্টিলের জন্য নিপ্পন স্টিলের অফার নিয়ে বিরোধের নিষ্পত্তি করেছেন প্রেসিডেন্ট বাইডেন ও ফুমিও কিশিদা।

অশান্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং চায়নার পদক্ষেপের ওপর কিশিদার সঙ্গে প্রায় দুই ঘন্টা আলোচনার পর বাইডেন বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের জোট প্রতিষ্ঠার পর এটি উল্লেখযোগ্য উন্নতি।’

আমেরিকা, জাপানসহ তার মিত্ররা সাউথ চায়না সি এবং ইস্ট চায়না সি থেকে আসা চায়নার কার্যক্রমকে ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখে এবং তা মোকাবেলা করতে ও স্ব-শাসিত তাইওয়ান দখল করার চায়নার যে কোনও প্রচেষ্টাকে প্রতিহত করতে জোটের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে, যে দ্বীপটিকে বেইজিং তার নিজস্ব মনে করে।

এ বিষয়ে কিশিদা জানান, তারা দুই নেতা তাইওয়ান ও চায়নার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা করেছেন এবং আইনের শাসনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেছেন।

চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি বলেছেন, বাইরের হস্তক্ষেপ চায়নার মূল ভূখন্ড থেকে তাইওয়ানের পুনর্মিলন বন্ধ করতে পারে না।

সংবাদ সম্মেলনে কিশিদা চায়নাকে ইঙ্গিত করে বলেন, ‘বল প্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টা একেবারেই অগ্রহণযোগ্য, তা যেখানেই হোক না কেন। আমেরিকা এবং জাপান চায়নার চ্যালেঞ্জসহ এ ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।’

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিষয়ে কিশিদা বলেন, ‘ইউক্রেইন আজকে যা, আগামীকাল পূর্ব এশিয়ায় তা হতে পারে।’

বাইডেন এবং কিশিদার ঘোষণাগুলো কয়েক দশক আগে মিত্র হওয়ার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই শত্রুকে তাদের নিকটতম সহযোগিতায় নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট বাইডেন জানান, আমেরিকান সামরিক বাহিনী যৌথ কমান্ড কাঠামোর সঙ্গে সহযোগিতা করবে এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও একটি নতুন বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করবে।

এ সময় দুই নেতা জাপানের মহাকাশচারীরা নাসার চাঁদ অভিযানে অংশ নেবেন বলেও ঘোষণা দেন।

সামগ্রিকভাবে বুধবার আমেরিকা এবং জাপান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রায় ৭০টি চুক্তি করেছে, যার মধ্যে জাপানে আমেরিকান সামরিক কমান্ড কাঠামোকে উন্নত করার পদক্ষেপ রয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন অবশ্য চায়নার সঙ্গে যোগাযোগ উন্মুক্ত রাখার অঙ্গীকারও করেছেন এবং বলেছেন, আমেরিকা-জাপান জোট আসলে প্রতিরক্ষামূলক। প্রসঙ্গত, গত সপ্তাহে তিনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন।