আওয়ামী লীগের শূন্য আসনে আসছেন যারা
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৭ এএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্য পদে কারা আসছেন তা এখন কমিউনিটিতে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। কমিটিতে স্থান পাওয়ার আশায় আওয়ামী লীগের নেতাকর্মিরা এখন বেশ সক্রিয়। গত বছর পর্যন্ত আওয়ামী লীগের নামে সভা করলে ১২-১৪ জনের বেশি সদস্য আসতেন না। কিন্তু ১৩ এপ্রিলের বর্ধিত সভা ও ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আলোচনায় উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ অনুসারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্য পদগুলো পূরণের ঘোষণা আসার পরই দলে গতি এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে আসবেন। তার আগমনের মাত্র ৫ মাস আগে কমিটির শূন্য পদ পূরণের গাইডলাইন দেয়া তাৎপর্যপূর্ন। আওয়ামী লীগের অনেকেরই ধারণা, নতুন কমিটি আর হচ্ছে না। এ কারণেই এমন নির্দেশনা। দায়িত্বশীল একটি সূত্র আজকালকে জানান, শেখ হাসিনা নির্ভরশীল ও সার্বক্ষণিক একজন সভাপতির সন্ধান চালিয়েছেন দীর্ঘদিন। কিন্তু সিদ্দিকুর রহমানের বিকল্প কেউ তার হাতে নেই। যে কারণে ১৩ বছরেও আওয়ামী লীগ নতুন কমিটি পায় নি।
যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে তিনটি সহ সভাপতির পদ শূন্য রয়েছে। এসব পদ কাদেও দিয়ে পূরণ করা হবে সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা না এলেও কয়েকজনের নাম নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যে রয়েছেন ডা. মাসুদুল হাসান। তাকে সহ সভাপতি পদে দায়িত্ব দেবার জন্য স্বয়ং শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন। অন্য দুটি পদে যাদেও নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন আইরিন পারভীন ও কাজি কয়েস। তারা দুইজনই বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তারা মরহুম সিরাজুল ইসলাম ও নাজমুল ইসলামের মৃত্যুতে শূন্য পদের বিপরীতে সহ সভাপতি হচ্ছেন। কয়েস সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী। আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ফয়েজ উদ্দীনের কন্যা। তার বাড়ীও সিলেট অঞ্চলে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে সোলায়মান আলী ও হাজি এনামের। সোলায়মান বর্তমান কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও হাজি এনাম প্রচার সম্পাদক।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান সহসাই তাদের সম্পর্কে ঘোষণা দেবেনে বলে জানা গেছে। সাপ্তাহিক আজকালের সাথে আলাপকালে ড. সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কমিটি পুনর্বিন্যাস করা হচ্ছে। কারা শূন্য পদগুলোতে আসছেন তা সহসাই জানানো হবে। তবে টেকনিক্যাল কারণে এখনই ঘোষণা দিচ্ছি না। ১৩ বছরের এই কমিটিতে অনেকেই নেই। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও কৃষক লীগের সিনিয়র ও সক্রিয় নেতারাও মূল দলের নেতৃত্বে আসবেন। নেত্রী বলেছেন, সময় নিয়ে সবার সাথে আলোচনা করে শূন্য পদগুলো পূরণ করতে। সেজন্যই একটু সময় নিচ্ছি।