আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বেঞ্চ দুটি গঠন করেন।
আগামী রবিবার থেকে এ দুটি বেঞ্চে বিচারকাজ চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, মামলাজট কমাতে আপিল বিভাগের একটি বেঞ্চ পুনর্গঠন করে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।
আপিল বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে আপিল বিভাগের ১নং বেঞ্চে বসবেন প্রধান বিচারপতিসহ চারজন। অন্য তিনজন হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।
২নং বেঞ্চটিতে বসবেন বিচারপতি ইমান আলীর নেতৃত্বে তিনজন বিচারপতি। অন্য দুজন হলেন- বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।
বিচারপতি মো. নুরুজ্জামান পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।