রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক সিটিতে নতুন নিয়ম সর্বোচ্চ গতিসীমা ২০ মাইল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৮ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার


 
 
নিউইয়র্ক সিটিতে গাড়ির গতিসীমা প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২০ মাইল নির্ধারণ করা হচ্ছে। গত ১০ বছর ধরে তা ছিল প্রতি ঘন্টায় ২৫ মাইল। সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের শাসনামলে গাড়ির গতিসীমা ৩০ মাইল থেকে কমিয়ে ২৫ মাইল করা হয়। পথচারি ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ করা ও র্দূঘটনা এড়ানোর জন্য গত সোমবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন গর্ভুর ক্যাথি হোকুল। বিলটি ‘স্যামি’স বিল নামে অভিহিত হবে।
নিউইয়র্ক সিটিতে গাড়ির গতিসীমা ২০ মাইলে নামিয়ে আনার বিষয়টি কার্যকর করতে বিলটি সিটি কাউন্সিলে পাস করতে হবে। স্বাক্ষর করতে হবে মেয়র এরিক এডামসকে। তবে আলবেনিতে বিলটি স্বাক্ষর হওয়ায় সিটি এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। নিউইয়র্ক সিটি হল মুখপাত্র লিজ গার্সিয়া বলেছেন, নিরাপদ সড়ক ও জন নিরাপত্তার বিষয়ে সিটি ও স্টেট ঘনিষ্ঠভাবে কাজ করছে। আলবেনিতে বিলটি পাশ হওয়ায় কান্ডজ্ঞানহীন দূর্ঘটনা ও অপমৃত্যু থেকে নিউইয়র্কবাসীরা রক্ষা পাবে।
২০১৩ সালে ১২ বছর বয়স্ক স্যামি কোহেন একস্টেইন ব্রুকলিনের পার্ক স্লোপে গাড়ির ধাক্কায় নিহত হয়। স্যামি রাস্তা থেকে সকার বল আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে। গত ১০ বছরে নিউইয়র্ক সিটিতে শতাধিক ছেলেমেয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। স্যামির মা এ্যামি কোহেনের দীঘদিনের আন্দোলন ও প্রচেষ্টার ফলে এই বিলটি গর্ভুর কর্তৃক স্বাক্ষরিত হলো। এই গতিসীমা অবশ্য একমুখী তিন লেন বা তার অধিক লেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।