শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জনগণ কথা রেখেছে আর আমার দায়িত্ব বেড়ে গেছে : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

শপথ নিয়ে শামীম ওসমান বলেছেন, আমার এলাকার জনগণ কথা দিয়েছিল। তারা কথা রেখেছে। নির্বাচিত হওয়াই এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। নির্বাচনে সাধারণ মানুষের দরজায় গিয়েছি। শুনেছি তাদের চাওয়া পাওয়ার কথা। ওয়াদাও করেছি। আল্লাহর ইচ্ছায় আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে জনগণের জন্য কাজ করব। 

বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, ৭ হাজার ৪শ’ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি নারায়ণগঞ্জে। যে উন্নয়ন কাজ এখনো চলছে। ভোটরাদের সাথে একা একা কথা বলেছি। ভোটারা তাদের মনের কথা বলেছে। মনোযোগ দিয়ে শুনেছি তাদের কথা। তাই এখন আমার দেয়ার পালা। নারায়ণগঞ্জের উন্নয়নে সাধারণ মানুষের জন্য যদি কোথাও গিয়ে কারো পায়ে ধরতে হয় ধরব। আমার একটাই কথা। আমি নারায়ণগঞ্জের মানুষের মুখে হাসি দেখতে চাই। শুধু আল্লাহ যেন হায়াত রাখেন। 

 

শামীম ওসমান বলেন, আমার সবচয়ে বড় শক্তি বাবা-মার দোয়া। বাবা-মা নেই। তবে নির্বাচনী মাঠে বয়স্ক নারী-পুরুষ যেভাবে দোয়া করেছে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরেছে। ওই দোয়াই আমি মনে করি আমাদের নারায়ণগঞ্জে কোনো উন্নয়ন কাজ বাকী থাকবে না। সব কাজ দোয়ার বরকতে সহজ হয়ে যাবে। 

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান।