বাংলাদেশ সোসাইটির নির্বাচন আলোচনায় সম্ভাব্য প্রার্থীদের নাম
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার
বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠছে কমিউনিটি। অক্টোবরে নির্বাচন। জুনের মধ্যে ভোটার বা সদস্যপদ নবায়ন করতে হবে। ৩০ জুনের মধ্যে সদস্যপদ নবায়ন করলে কিংবা নতুন সদস্য হলে ভোটার হতে পারবেন। সোসাইটির নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কমিউনিটির অনুষ্ঠানগুলিতে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা দেখা যাচ্ছে। অনেকে ইতোমধ্যেই দোয়া চাইতে শুরু করেছেন। কারও কারও হাতে সোসাইটির সদস্যপদ ফরমও দেখা যাচ্ছে। গত বুধবার নোয়াখালী সমিতির কবর কেনা উপলক্ষে একটি অনুষ্ঠন ছিল গুলশান টেরেসেতে। কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল সোসাইটির নির্বাচন।
বাংলাদেশ সোসাইটি ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনিকে আবারও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আবদুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।
এবারের নির্বাচনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম জোরেশোরে শোনা যাচ্ছে তারা হচ্ছেন মোহাম্মদ আবদুর রব মিয়া ও আতাউর রহমান সেলিম। অবদুর রব মিয়া বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি। তিনি নোয়াখালী সমিতির সাবেক সভাপতি। আতাউর রহমান সেলিম বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকারও সাবেক সাধারণ সম্পাদক। তিনি এখনই প্রকাশ্যে জনসংযোগ শুরু করেছেন। সবার দোয়া চাচ্ছেন। তবে অনেকে সভাপতি পদে সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলমের নাম নিয়ে আলোচনা করছেন। তবে এদের দুজনের কেউই তাদের আগ্রহের কথা প্রকাশ করেননি। এ ব্যাপারে ফখরুল আলমের দৃষ্টি আর্কষণ করলে তিনি সরাসরি কিছু না বললেও সোসাইটি সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন। তিনি এই প্রতিবেদককে বলেন, সোসাইটিকে একটা মানদন্ডে নিয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের দাবি। নেতৃত্বে গুণগত পরিবর্তন আসা দরকার।
সাধারণ সম্পাদক পদে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, রিয়েলটর নাঈম টুটুল ও সারোয়ার খান বাবুর নামও শোনা যাচ্ছে। মোহাম্মদ আলী নির্বাচন করছেন এটা একপ্রকার নিশ্চিত বলেই অনেকে মনে করছেন। তবে তিনি কার সাথে প্যানেল করবেন তা স্পষ্ট নয়। সভাপতি পদপ্রার্থী রব মিয়া সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আলীকে রানিংমেট করতে আগ্রহী। কয়েকদিন আগে তাদের মধ্যে বৈঠকও হয়েছে। এদিকে আতাউর রহমান সেলিমও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আলীকে রানিংমেট করতে চান। শেষ পর্যন্ত আলী কোন দিকে যাবেন তা দেখার অপেক্ষায় থাকতে হবে। যদি মোহাম্মদ আলী সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিমের সাথে প্যানেল করেন সেক্ষেত্রে বর্তমান কমিটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে রব মিয়ার রানিংমেট হতে পারেন। অন্যদিকে নোয়াখালীর সন্তান নাঈম টুটুলের আতাউর রহমানের রানিংমেট হবার সম্ভাবনাকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন। সারোয়ার খান বাবুর নাম সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় থাকলেও তিনি আদৌ নির্বাচন করবেন কিনা তা নিয়ে অনেকের সংশয় রয়েছে। তবে এসব ব্যাপারে হিসেবে-নিকেশ চলবে আগামী দিনগুলিতে।
এদিকে বাংলাদেশ সোসাইটির নেপথ্য চালিকা শক্তি হিসেবে যারা পরিচিত তাদের কারো কোন ভুমিকা এখনও পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। তাদের গতিবিধির উপর সোসাইটর নির্বাচন তাদের দিক নির্দেশনায় ক্ষণে ক্ষণে বাঁক নেয়। অতীতের নির্বাচনগুলোতে তাদের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।