মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় উৎসাহ উদ্দীপনা যুক্তরাষ্ট্র আ’লীগে নতুন মুখ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার


    
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি পুনর্বিন্যাস নিয়ে সংগঠনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংগঠনের নতুন কমিটি ঘোষণার প্রত্যাশায় থাকা নেতা-কর্মীরা গত সেপ্টেম্বরে এ ব্যাপারে কোন ঘোষণা না দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক ত্যাগে হতাশ হয়েছিলেন। সেই অবস্থা থেকে তাদের উত্তরণ ঘটেছে কমিটি পুনর্বিন্যাসের কার্যক্রমে।  
উল্লেখ্য, ৭ জানুয়ারির নির্বাচন উপলক্ষে সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী বাংলাদেশে ছিলেন দীর্ঘদিন। এই সময় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এক প্রকার মুখ থুবড়ে পড়ে। গত মাসে ড. সিদ্দিক যুক্তরাষ্ট্রে ফিরেই সংগঠনের শূন্য পদগুলি পূরণের ঘোষণা দেন।  তার এ ঘোষণায় নড়েচড়ে ওঠেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘোষণার পর গত ১৩ এপ্রিল এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গত এক বছরে আওয়ামী লীগের কোন সভায় এত নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়নি। নিজাম চৌধুরী, প্রদীপ কর ও ফজলুর রহমানদের নেতৃত্বাধীন সংগঠনের অপর গ্রুপ এর একদিন আগে ড. সিদ্দিকের এই ঘোষণার প্রতিবাদ জানিয়ে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক সভা করে। অবশ্য এরপর থেকে তাদের আর কোন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।  
ড. সিদ্দিকুর রহমান গত সপ্তাহ থেকে সংগঠনের শূন্য পদগুলো পূরণ করতে শুরু করেছেন। ইতোমধ্যে প্রায় ১৫টি পদে নতুন কর্মকর্তাদেরদের নাম তিনি ঘোষণা করেছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্য পদগুলোতে যারা অন্তর্ভূক্ত হয়েছেন তারা হলেনÑ ডা. মাসুদুল হাসান (সহ সভাপতি), কাজী কয়েস (সহ-সভাপতি), সোলায়মান আলী (সহ-সভাপতি), হাজী এনাম (যুগ্ম-সাধারণ সম্পাদক), নূরুল আমিন বাবু (সাংগঠনিক সম্পাদক), দুরুদ মিয়া (সাংগঠনিক সম্পাদক), আবদুল হামিদ (প্রচার সম্পাদক), খান শওকত (উপ-প্রচার সম্পাদক), সিরাজুল ইসলাম চৌধুরী (সদস্য), মিজানুর রহমান চৌধুরী (সদস্য) ও হুমায়ূন কবির (সদস্য)। আইরীন পারভিনকে সহ-সভাপতি পদে নিয়োগের কথা শোনা গেলেও তাকে সহ-সম্পাদক পদেই রাখা হয়েছে।
ড. সিদ্দিকুর রহমান ও আব্দুস সামাদ আজাদ গতকাল বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় ছিলেন। কমিটি পূনর্গঠন নিয়ে বিস্তারিত জানতে বারবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।