যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ড
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
অভিযুক্ত যুবক ডেল ও কামিংসকে (৩১) সোমবার বাফেলো সিটি কোর্টের জজ স্যামুয়েল পি ডেভিসের আদালতে হাজির করা হয়। এরিক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল জে কিনের আবেদনে ৩ মে পর্যন্ত আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।
এদিন বিকেলে সংবাদ সম্মেলনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জে কিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি অটোমেটিক রাইফেল জব্দ করা হয়েছে। অস্ত্রটি বেআইনিভাবে তার দখলে ছিল। দুই বাংলাদেশিকে হত্যায় সেটি ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
বেআইনিভাবে অস্ত্র বহনের মামলায় দোষী সাব্যস্ত হলে ডেল ও কামিংসের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান। আর জোড়া খুনের ঘটনার দোষী সাব্যস্ত হলে আজীবন তাকে কারাগারে থাকতে হতে পারে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বাফেলোর জিনার স্ট্রিটের ১০০ ব্লকে গুলি করে হত্যা করা হয় সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল মিয়াকে (৪৩)।
বাবুল মিয়া সপরিবারে থাকতেন ম্যারিল্যান্ডে। সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন। আর ইউসুফ গত বছরের ডিসেম্বরে স্ত্রী ও দুই মেয়েসহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য।
ঘটনার সময় তারা বাড়ির সংস্কার কাজ করছিলেন। গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্যজন।
যে বাড়িতে কাজের সময় বাবুল ও ইউসুফের ওপর হামলা হয় তার পাশের একটি সিসিটিভির ভিডিও দেখে ঘাতককে শনাক্ত করে পুলিশ। পরে তাকে ধরিয়ে দিতে সাড়ে ৭ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
এদিকে ঘটনার পরদিন রোববার (২৮ এপ্রিল) জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভের দুই ঘণ্টা পরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গুলিতে নিহত সিলেটের আবু সালেহ মোহাম্মদ ইউসুফে সাত সন্তান রয়েছে। আর বাবুল মিয়ার দুই সন্তান রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন উভয়ের স্ত্রী।
নিউইয়র্ক সিটি থেকে ৩৯০ মাইল দূরে বাফেলো বিশ্বখ্যাত নায়েগ্রা ফলস সংলগ্ন এলাকা। কানাডা সীমান্ত ঘেঁষা জনপদ এটি।
সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্ক সিটি থেকে অনেক বাংলাদেশি কম দামে সেখানে বাড়ি কিনে বসতি গড়ছেন। জরাজীর্ণ বাড়ি মেরামত করে বাফেলো সিটির চেহারা পাল্টে দিচ্ছেন বাংলাদেশিরা। এই সিটিতেই স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা ছিল ইউসুফ ও বাবুল মিয়ার। কিন্তু তাদের খুনের ঘটনায় স্থানীয় কমিউনিটির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তার দাবি জানাচ্ছেন সেখানকারা বাসিন্দারা।