রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কের দুই বিশ্ববিদ্যালয়ে ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৭ এএম, ২ মে ২০২৪ বৃহস্পতিবার

নিউইয়র্ক পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলাম্বিয়া ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটিতে অভিযান শুরু করে। বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাস দুটিতে অবস্থান নেওয়া এসব বিক্ষোভকারীদের হটাতে এদিন সহিংস হয়ে ওঠে পুলিশ।

কলাম্বিয়া ইউনিভার্সিটির জার্নালিজমের ছাত্র মেঘনাদ বোস বলেন, রাতভর পুলিশ ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ ছিল ‘রুক্ষ ও আক্রমণাত্মক। পরে ভোরে গণগ্রেপ্তার শুরু করে।

তবে পুলিশের অভিযোগ, ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বহিরাগতরা ছিল। তারা কলাম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসের হ্যামিল্টন হল দখল করে নিয়েছিল এবং তাদের ছত্রভঙ্গ করার জন্যই কঠোর হতে হয়েছে।

এ বিষয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস স্থানীয় সময় বুধবার সকালে সংবাদ সম্মেলনে জানান, পুলিশ কর্মকর্তারা ক্যাম্পাসে অভিযান চালানোর পর কলাম্বিয়া ইউনিভার্সিটি ও নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অ্যাডামস বলেন, বহিরাগত বিক্ষোভকারীরা পরিস্থিতির জন্য দায়ী। তারা বিশ্ববিদ্যালয়ের তরুণদের উগ্রবাদী হিসেবে গড়ে তোলার জন্যই এ আন্দোলন উস্কে দিচ্ছে।

এর আগে পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার জন্য পুলিশ সপ্তাহ ধরে কাজ করেছে। কিন্তু তারা কোনো সহায়তা করেনি, যা জননিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে, বুধবার সকালে ডজনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে। এরইমধ্যে হাজারের মতো শিক্ষার্থী ও বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ।