শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার

গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি উদ্ধারে সহায়তা করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ লক্ষ্যে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে উদ্ধার সহয়তায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ জানান, দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, সংঘর্ষের ফলে যাত্রীবাহী কমিউটার ট্রেনটির পাঁচটি বগি ও তেলবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ, গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী কমিউটার ট্রেনের চালকসহ তিনজন আহত হন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।