শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রসঙ্গ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি

কে দেবে আগামীর নেতৃত্ব?

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক ও ঢাকা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫১ এএম, ৪ মে ২০২৪ শনিবার


     
     

বাংলাদেশে প্রধান দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের বিরোধী দল বিএনপি উভয় দলই আগামী দিনে দল পরিচালনার নেতৃত্ব কে দেবেন সেটা নির্ধারণ করতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রশ্ন রেখেছেন, ‘আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে’। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন রাখেন। তার থাইল্যান্ড সফর সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন করা হয়। তবে এই সুযোগে বিভিন্ন ধরনের সমসাময়িক প্রসঙ্গেও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করলেও তার দলে পরবর্তী নেতৃত্ব কে সেটা নির্ধারণ করা যাচ্ছে না।
বিএনপি’তে খালেদা জিয়া কারাগারে থাকায় তার পুত্র তারেক রহমান লন্ডনে থেকে দল পরিচালনা করছেন। তবে ঢাকায় অবস্থানরত দলের সিনিয়র নেতারা তারেকের দেশের বাইরে থেকে দল পরিচালনা করাকে মেনে নিতে পারছেন না। যদিও প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেন না। তারেক রহমানকে কারাদন্ড দিয়েছে বাংলাদেশের আদালত। ফলে এমনিতেই তিনি দেশে ফিরে আসতে পারছেন না। এমনকি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছেন না।
আওয়ামী লীগ কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র পরম্পরার রাজনীতি চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর দ্বিতীয় কোনও নেতা গড়ে ওঠেননি। তৃণমূলে রাজনীতিতে পরিবারের আধিপথ্য কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটা এবারের স্থানীয় সরকার নির্বাচনে দেখা গেছে। দলের হাই কমান্ড আসন্ন উপজেলা নির্বাচনে ঘিরে মন্ত্রী ও এমপিদের স্বজনদের প্রার্থী হতে নিষেধ করেছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মন্ত্রী ও এমপির আত্মীয়রা প্রার্থী রয়ে গেছেন। এতে করে পরিবার ভিত্তিক রাজনীতি কতটা পাকাপোক্ত সেটা প্রতীয়মান হচ্ছে। আওয়ামী লীগের বর্তমান শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর তাঁর ছোট বোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নাম আলোচনায় রয়েছে। তবে কে হবেন আওয়ামী লীগের পরবর্তী কান্ডারী তা নিশ্চিত নয়।  
বিএনপি নির্বাচন বর্জন করেছে। কিন্তু তৃলমূলের অনেকে নির্বাচনে দাঁড়িয়ে গেছে। তাদের দল থেকে বহিস্কার করা হলেও প্রার্থিতা তারা ছাড়েননি। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলে নানা কথা চালু রয়েছে। খালেদা জিয়ার পর তারেক নাকি, তারেকের পরিবর্তে তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান নেতৃত্বে আসবেন তাও নিশ্চিত নয়। যদিও জোবায়দা রহমানের ক্লিন ইমেজের কারণে তাঁর নাম এমনকি তারেক-জোবায়দা দম্পতির কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামও আলোচনায় রয়েছে।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরসুরী কে হবেন সেটা তার পরিবার এখনও নির্ধারণ করেছে বলে মনে হচ্ছে না। অপরদিকে, খালেদা জিয়ার উত্তরসুরি তারেক রহমানকে দেখা যাচ্ছে বটে; কিন্তু তার নেতৃত্ব নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন রয়েছে। রাজনীতিতে অবক্ষয়ের কারণে নতুন প্রজন্মের মেধাবীরা রাজনীতি বিমুখ হচ্ছে। তারা যে ধাঁচের রাচজনীতি প্রত্যাশা করেন সেটা প্রচলিত রাজনীতি থেকে পাওয়া যাচ্ছে না বিধায় তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হচ্ছে। অনেকে আবার দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
আওয়ামী লীগ ও বিএনপি নেতারা টাকার পিছনে ছুটছেন। মতাদর্শ তাদেরকে আকর্ষণ করছেন না। এমনকি ছাত্র রাজনীতির নেতারাও অনেক টাকার মালিক। লেজুরবৃত্তির রাজনীতির কারণে সত্যিকার রাজনীতির গৌরবোজ্জল অধ্যায় আজ ম্লান হয়ে যাচ্ছে বলেই অভিজ্ঞ মহলের ধারণা।