রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শতাধিক শিক্ষার্থী গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার

শিক্ষার্থীদের বহিষ্কারের পরও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চলছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ। আরও খবর শেষ পাতায়। ছবি: রয়টার্স

শিক্ষার্থীদের বহিষ্কারের পরও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চলছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ। আরও খবর শেষ পাতায়। ছবি: রয়টার্স


 
নিউইয়র্কের দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে গত মঙ্গলবার বিক্ষোভে অংশ নেওয়ায় সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, প্রায় ২০ জনেরও বেশি বিক্ষোভকারী পুলিশকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কর্মকর্তা জানান, পুলিশের ট্যাকটিকাল টিম শুরুতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে, যাতে বিক্ষোভকারীদের সঙ্গে নতুন করে আর কেউ যোগ দিতে না পারেন এবং আরও বেশি মানুষকে গ্রেপ্তারের প্রয়োজন দেখা না দেয়। এরপর পুলিশের সদস্যরা একাধিক পথে ক্যাম্পাসে প্রবেশ করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভকারীদের সরাতে ভবনে প্রবেশ করে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, দুই ঘণ্টারও কম সময়ের অভিযানে হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় কেউ আহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের বহিষ্কারের পরও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চলছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ মে পর্যন্ত নিউইয়র্ক পুলিশকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিতে বলেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ সেখানে যায়। এর আগে গাজার প্রতি সংহতি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের বহিষ্কারের কথা জানায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। হুমকি মাথায় নিয়েও শিক্ষার্থীরা জানায় আন্দোলন থেকে সরে আসবে না তারা।
গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী এই বিক্ষোভ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখন্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৬০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন ২৫০ জন।
এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৪ হাজার ৫৩৫ এ দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।