বাংলা বর্ষবরণের পর এনআরবি
ওয়ার্ল্ড ওয়াইড’র আনন্দ উৎসব
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৭ এএম, ৪ মে ২০২৪ শনিবার
টাইমস স্কয়ারে সহস্র কণ্ঠে বাংলা বর্ষবরণের পর এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এক আনন্দ উৎসবের আয়োজন করে।
টাইমস স্কয়ারে সহ¯্রকন্ঠে বিশ্ব বাঙালির ১৪৩১ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বৈশাখী মেলার আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা শ্রম, মেধা এবং অর্থ দিয়ে সঙ্গে ছিলেন তাদের নিয়ে এই আয়োজন করা হয় গত ২৭ এপ্রিল সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে। এ ছাড়াও নিউইয়র্কের শিল্পী-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকাল প্রধান সম্পাদক মনজুর আহমদ ও সম্পাদক শাহ্নেওয়াজ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, নাট্য ব্যক্তিত্ব রেখা আহমদ,সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, লেখক হুসনে আরা বেগম প্রমূখ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা,সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, আনন্দ উৎসব উপ-পরিষদের আহ্বায়ক নুরুল বাতেন ও সদস্য সচিব রায়হান,সৌম্য প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিবলী সাদিক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটকের সংলাপ উচ্চারণ করেন রেখা আহমদ। সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ
অনিক রাজ,সজিব,সবিতা দাস প্রমূখ। এ ছাড়াও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রসঙ্গত: গত ১৩ এপ্রিল নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ এবং ১৪ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত বর্ষবরণ এবং বৈশাখী মেলার আয়োজন করে রানো নেওয়াজ।