সিএমবিবিএ’র সংবাদ সম্মেলন
১৫ জুুন ব্রকলিনের পথ মেলায় থাকছে চমক
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৩ এএম, ৪ মে ২০২৪ শনিবার
আগামী ১৫ জুুন শনিবার ব্রুকলিনে হতে যাচ্ছে ১৫তম লিটল বাংলাদেশ পথ মেলা। এই মেলা অন্যান্য বারের চেয়ে আকষর্ণীয় এবং ব্যতিক্রমী হবে। গত ২ মে রাত ৮টায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেননে এ কথা ঘোষণা করে সংগঠনের কর্মকর্তরা। পথ মেলার আয়োজন করেছে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশ ইন্ক।
শুরুতে বক্তব্য রাখেন পথমেলার আহবায়ক মামুন অর রশিদ বলেন, সিএমবিবিএ সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই পথমেলার নাম হবে ১৫তম লিটল বাংলাদেশ ব্রকলিন পথমেলা। মেলার প্রস্তুতির নানা বিষয় তুলে ধরেন, সিএমবিবিএ’র সভাপতি রফিক পাটোয়ারী, সিএমবিবিএ’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মইনুল আলম বাপ্পি, পথমেলা আয়োজক কমিটির সদস্য সচিব রানা এইচ আমির। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জয়েন সেক্রেটারি মীর কাসেম, সিএমবিবি এর ট্রেজারার আনোয়ারুল আজিম,পথমেলার প্রধান সমন্বয়কারী আবুল হাসান মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের আহ্বায়ক মামুন অর রশিদ বলেন গত ১৪ বছর ‘ব্রুকলিন পথ’ মেলা নামে হতো। এবার থেকে এই মেলা ‘ব্রকলিন লিটল বাংলাদেশ পথ মেলা’ শিরোনামে হবে। এসময় তারা জানান,এবারের আয়োজনে সিটি মেয়র এডামস উপস্থিত থাকবেন। র্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার হবে আকর্ষণীয় গাড়ি।
কমিউনিটি বিনির্মানে অবদানের জন্য প্রবাসের প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহকে বিশেষ সম্মাননাসহ স্বর্ণপদক প্রদান করা হবে। নতুন প্রজন্মের গুণী শিশু-কিশোরদের সম্মানিত করা হবে।
মেলায় অতিথিদের নামের তালিকা থেকে শুরু করে,সাংস্কৃতিক অনুষ্ঠান,সম্মাননা প্রদান,আলোচনা,সঙ্গীত শিল্পীসহ নানা আয়োজনে এবারের মেলায় বেশ কিছু চমক থাকছে বলে সংবাদ সম্মেলন থেকে বেলা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিবারের মত এবারেও বাংলাদেশ থেকে তারকা শিল্পী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে আশা প্রকাশ করা হয়। অন্যান্য বারের তুলনায় এবার মেলার স্টলের সংখ্যা বেশী,পয়;নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ও সিনিয়ন সিটিজেনদের জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেলা কমিটির আহ্বায়ক বলেন, বাজেট এখনও নির্দ্ধারণ করা হয় নাই,অনুষ্ঠানের আয়োজন বুঝে বাজেট করা হবে।