কারণ অর্থ সংকট
অনিশ্চয়তায় শিক্ষার্থীদের সামার কর্মসূচি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৫ এএম, ৪ মে ২০২৪ শনিবার
তহবিল সংকটের কারণে নিউইয়র্ক সিটির ২০২৪ সালের সামারে লক্ষাধিক শিক্ষার্থীর সামার রাইজিং প্রোগ্রামে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। সামার রাইজিং নামের নিখরচার এ কর্মসূচি সাবেক মেয়র বিল ডি ব্লাজিও চালু করেছিলেন। এই বছর ১ লাখ ৩৮ হাজার পরিবার সামার রাইজিংয়ে আসনের জন্য আবেদন করেছে। কিন্ডারগার্টেন থেকে ৮ম গ্রেডের ছাত্রছাত্রীদের জন্য ১ লাখ ১০ হাজার আসন বিশিষ্ট এই কর্মসূচিটি জুলাই থেকে আগষ্ট পর্যন্ত চলার কথা। কর্মসূচিটি বেশ জনপ্রিয় হয়েছে। শুধু যারা একাডেমিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য নয়, এ কর্মসূচি সবার জন্য।
নিউইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কস এক বিবৃতিতে বলেছেন, আমি সামার রাইজিংয়ের প্রতি নিউইয়র্কবাসীদের অপরিসীম আগ্রহ দেখে রোমাঞ্চিত। এর চাহিদা ও জনপ্রিয়তা থাকলেও এবার এই সামার রাইজিংয়ের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। কোভিড-১৯’র সঙ্গে যুক্ত ফেডারেল স্টিমুলাস ডলার দিয়ে অর্থায়ন করা হয়েছিল এই প্রোগ্রামের। যে ফান্ড শেষ হতে চলেছে। মেয়র এরিক এডামস অবশ্য এখনও আশার বাণী শোনাচ্ছেন। ফান্ড সংগ্রহের কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। ছাত্রছাত্রীরা এবার এই প্রোগামের আওতায় আসতে পারবেন কিনা তা নির্ভর করছে ফান্ড প্রাপ্তির ওপর।