রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

বে অফ ব্লাড ছবির প্রিমিয়ার শো ৪ মে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৪ এএম, ৪ মে ২০২৪ শনিবার


 
 
১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানী সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নাগরিকদের উপর এক ভয়াবহ ‘গণহত্যা’ চালায়। যুদ্ধকালীন সময়ে আনুমানিক তিরিশ লাখ মানুষ হত্যা করা হয়েছিল, দশ লাখ মানুষ বাধ্য হয়েছিল বাস্তুচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিতে এবং বর্বর সৈন্যরা ধর্ষণ করেছিল দুই লাখ নারী ও কিশোরীকে।
বাংলাদেশ স্বাধীন হবার পঞ্চাশ বছর পরে ‘বে অফ ব্লাড’ সেই ভয়ানক গল্প জীবন্ত করে তুলেছে। চলচ্চিত্রটি মূলত একাত্তরে পাক বাহিনী সংঘটিত গণহত্যার উপর আলোকপাত করে এবং কেন ও কীভাবে গণহত্যা চালানো হয়েছিল সে বিষয়ে তদন্ত করে। প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণের মাধ্যমে জবানবন্দী হিসেবে নির্মিত এই চলচ্চিত্রটি সত্য উন্মোচনে সচেষ্ট। চলচ্চিত্রটি চার মহাদেশে ধারণ করা হয় এবং পঁচিশ জনেরও বেশি প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী এটি নির্মাণে অবদান রাখেন।
২০২৩ সালের আগস্টে দিল্লি ও ঢাকায় এবং ডিসেম্বরে লন্ডনে ছবিটির প্রিমিয়ার শো হয়েছে।
এবার আমেরিকার কুইন্স পাবলিক লাইব্রেরি সেন্ট্রাল শাখা (৮৯-১১ মিরিখ বুলেভার্ড)-এ ছবিটি প্রদর্শনী হতে যাচ্ছে। সময় দুপুর ১২টা। কোন প্রবেশ মূল্য নেই। ৯৬ মিনিট দৈর্ঘ্য রঙিন ও সাদা-কালোতে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু বোস। প্রযোজনা করেছেন মধুরিমা সেন বোস ও কৃষ্ণেন্দু বোস। ডিরেক্টর অব ফটোগ্রাফী জেরেমি জেফস, সম্পাদনায় ডেভিড ফেয়ারহেড, মিউজিক করেছেন সুস্মিত সেন ও শব্দ সংযোজন করেছেন সুস্মিত বব নাথ।