সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তামিলনাড়ুর সমুদ্র উপকূলে ভাসছিল দুই নারীসহ ৫ মেডিকেল শিক্ষার্থীর

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ৬ মে ২০২৪ সোমবার

ভারতের তামিলনাড়ুতে সাগরে ডুবে দুই নারীসহ পাঁচ মেডিকেল শিক্ষার্থী মারা গেছেন। সোমবার রাজ্যের কনিয়াকুমারী উপকূল থেকে তাদের লাশ ‍উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন-চারুকবি, গায়াথিরি, সর্বদর্শিত, প্রবীণ সাম ও ভেঙ্কটেশ। এ ঘটনায় আরও তিন নারী ইন্টার্নকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হলেন- নেশি, প্রীতি প্রিয়াঙ্কা ও সরনিয়া। হতাহতরা তিরুচিরাপল্লীর এসআরএম মেডিকেল কলেজের শিক্ষার্থী। 

পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীরা একটি প্রাইভেট সৈকতে সাঁতার কাটতে গিয়েছিলেন। তবে সমুদ্র উত্তাল থাকায় সৈকতটি বন্ধ ছিল। 

কনিয়াকুমারী জেলার পুলিশ সুপার সুন্দরভাথানম এনডিটিভি অনলাইনকে বলেন, শিক্ষার্থীদের ওই দলটি একটি নারকেল বাগানের ভেতর দিয়ে বন্ধ লেমুর সমুদ্র সৈকতে প্রবেশ করেছিলেন। সমুদ্র উত্তাল হওয়ায় এটি বন্ধ ছিল। আমরা ঘটনার তদন্ত করছি।

তদন্তকারীরা বলছেন, তিরুচিরাপল্লীর এসআরএম মেডিকেল কলেজের একটি বড় দল রোববার কনিয়াকুমারীতে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। তারা নিজেদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে পর্যটন শহর অন্বেষণ করতে শুরু করেন। এর মধ্যে এই বিশেষ দলটি লেমুর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন।

নিহতদের লাশ শনাক্ত করা হয়েছে। আর আহতদের উদ্ধার করে আসারিপল্লম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে রোববার চেন্নাইয়ের আরও তিনজন অন্য একটি সমুদ্র সৈকতে ডুবে গিয়েছিলেন।