রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশি কিশোর হত্যায় সিটি হলে বিক্ষোভ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২২ এএম, ১১ মে ২০২৪ শনিবার


পুলিশের গুলিতে উইন রোজারিও নিহতের প্রতিবাদে সমাবেশ
 
বাংলাদেশি তরুণ উইন রোজারিও হত্যার প্রতিবাদে গত বুধবার সিটি হলের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এই হত্যাকান্ডের বিচার এবং হত্যাকারী পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, বাংলাদেশি আমেরিকান সোসাইটির সেক্রেটারি আমিন মেহেদি, ‘ড্রাম’-এর অর্গানাইজিং ডিরেকটর কাজী ফওজিয়া ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষেরাও এই সমাবেশে যোগ দেন। তারা মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন প্লাকার্ড বহন করেন। সিটি হলের দীর্ঘ সিঁড়িতে দাঁড়িয়ে তারা বিক্ষোভ জানাতে থাকেন।  
উল্লেখ্য, গত ২৭ মার্চ উইন রোজারিওকে তার ওজন পার্কের বাসায় খুব কাছে থেকে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এ সময় তার মা ও ভাই সেখানে উপস্থিত ছিলেন। রোজারিওকে খুব কাছে থেকে ৬টি গুলি করা হয়। নির্মম এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ তাদের বাসায় ভিড় করেন।
সম্প্রতি এনওয়াইপিডি অভিযুক্ত পুুলিশ অফিসারের বডিক্যাম ফুটেজ প্রকাশ করার পর মানুষের ক্ষোভ আরো ছড়িয়ে পড়ে এবং তারা প্রতিবাদে মুখর হয়ে ওঠেন।