মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৬ মে জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৮ এএম, ১১ মে ২০২৪ শনিবার

 ১৮টি স্ট্রিটকে সজ্জিত করা হবে বর্ণাঢ্য সজ্জায়
 
 
আগামী ২৬ মে বাংলাদেশ ডে প্যারেড উদয়াপনের ব্যাপক প্রস্তুতি এগিয়ে চলেছে। লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত  ৬৯ থেকে ৮৭ স্ট্রিটের মধ্যে এই প্যারেড অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র আয়োজনে এই  প্যারেডের সামগ্রিক ব্যবস্থাপনায় থাকছে গোল্ডেন এইজ হোম কেয়ার।
প্যারেডের ভিআইপি মার্শাল হিসেবে নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুলের অংশ গ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও থাকবেন সিটি মেয়র এরিক এডামস, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, কাউন্সিলওম্যান শাহানা হানিফ, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: নাজমুল হুদা, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ কমিউিনিটির বিশিষ্টি ব্যক্তিবৃন্দ।  স্থানীয় কংগ্রেসম্যান ও কংগ্রেসওম্যানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির লাল সবুজ আবেশ আমেরিকার বুকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে এ আয়োজনে থাকছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির উপস্থাপনা, কুচকাওয়াজ, পতাকা প্রদর্শন, লাইভ ব্যান্ড, গাড়ি ও  ট্রাক শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজো ইভেন্ট, পুলিশ প্যারেড, সহ¯্রকণ্ঠে দেশের গান, প্রভৃতি। নিউইয়র্ক পুলিশ বিভাগের একটি চৌকষ অশ্বারোহী বাহিনী এই প্যারেডে অংশ নেবে বলে আশা করা যাচ্ছে। ৬৯  স্ট্রিট থেকে শুরু হওয়া এই প্যারেড ৮৭ স্ট্রিটে শেষ হবে। এই দীর্ঘ পথের ১৮টি স্ট্রিটকে বর্ণাঢ্য সজ্জায় সজ্জিত করা হবে। প্যারেড চলাকালীন দু’পাশের রাস্তায় থাকবে বাংলাদেশ এবং আমেরিকার পতাকাসহ দেশের সংস্কৃতির নানান ছোঁয়া।
এই উৎসবকে সফল করতে গত ৬, ৭ ও ৮ মে যথাক্রমে ওজনপার্ক, ব্রঙ্কস ও ব্রুকলিনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপারসন শাহ শহিদুল হক সাঈদ। সংবাদ সম্মেলনে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্যারেডের আহ্বায়ক শাহ নেওয়াজ। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সংবাদ সম্মেলন পরিচালনা করেন।
এ আয়োজনে অংশগ্রহণে ইচ্ছুক সংগঠন বা প্রতিষ্ঠান যারা আগে নাম তালিকাভুক্ত করবে তারা আগে সিরিয়াল পাবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন। প্যারেডে ডায়মন্ড স্পন্সর হিসেবে  থাকছেন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান জানান, এখন পর্যন্ত প্রায় ৪৩টি সংগঠন প্যারেডে অংশ নিতে তাদের নাম তালিকাভুক্ত করেছে। প্রতিটি সংগঠনের জন্য ২০০ এবং একক অংশগ্রহণের জন্য ৫০ ডলার রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।
এই প্যারেডকে সফল করতে গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজকে আহ্বায়ক, তরিকুল হোসাইনকে সদস্য সচিব, গিয়াস আহমেদকে প্রধান উপদেষ্টা, এর্টনী মঈন চৌধুরী, আব্দুর রব ও শাহ জে চৌধুরীকে উপদেষ্টা, ফাহাদ সোলায়মানকে প্রধান সমন্বয়কারী, খলিলুর রহমানকে প্রধান পৃষ্ঠপোষক, নূরুল আজিম ও ফরিদা ইয়াসমিনকে প্যারেড কো-অর্ডিনেটর এবং সবিতা দাশকে প্রধান সাংস্কৃতিক সমন্বয়কারী করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া প্যারেডকে সফল করে তুলতে জে মোল্লা সানীকে আহ্বায়ক ও আহসান হাবীবকে সমন্বয়কারী করে জ্যামাইকা, শেখ জামাল হোসাইনকে প্রধান সমন্বয়ক ও সাইদুর রহমান লিঙ্কন এবং সিরাজ উদ্দিন সোহাগকে সমন্বয়ক করে ব্রঙ্কস, এম আজিজ হিরুকে প্রধান সমন্বয়ক ও মো: রিয়াজুল কাদির লস্করকে সমন্বয়কারী করে ম্যানহাটান এবং আনোয়ার হোসাইনকে প্রধান সমন্বয়ক ও রফিকুল ইসলামকে সমন্বয়ক করে ব্রুকলিনে প্যারেড কমিটি গঠন করা হয়েছে।