মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ড. মোমেনের সাবেক স্ত্রীর মৃত্যু

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৯ এএম, ১১ মে ২০২৪ শনিবার


 
 
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রথম স্ত্রী নাসিম পারভীন গত মঙ্গলবার বস্টনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বস্টনের ওয়েস্ট রক্সবেরির বাসভবন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ বাড়িতে তিনি একাই থাকতেন। তাঁর দুই সন্তান আলাদাভাবে বাস করেন। বারবার টেলিফোন করে তারা মায়ের সাড়া পাচ্ছিলেন না। বাসায় গিয়েও দরজা বন্ধ পান। অবশেষে তারা পুলিশ ডাকেন।  পুলিশ এসে বাসার দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
প্রায় ২৫ বছর আগে ড. মোমেনের সাথে নাসিম পারভীনের বিচ্ছেদ হয়। এরপর  তিনি আর বিয়ে করেননি। এক ছেলে ও এক মেয়েকে নিয়েই তিনি দীর্ঘ সময় পাড়ি দিয়েছেন। বস্টনে তিনি একজন পরিচিত মুখ। স্থানীয় আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। পেশাগত জীবনে বস্টন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ছিলেন।
বস্টন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ সাপ্তাহিক আজকালকে বলেন, পুলিশ বৃহস্পতিবার রাতে নাসিম পারভীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। আজ (শুক্রবার) না হলে শনিবার তাকে বস্টনেই সমাহিত করা হবে। নাসিম পারভীনের জন্মস্থান পাবনা জেলায়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক বিবৃতিতে নাসিম পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।