শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

টাইমস স্কয়ারে ভিন্নধর্মী আয়োজন বৈচিত্র্যময় শাড়ি উৎসব

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪১ এএম, ১১ মে ২০২৪ শনিবার


 
   
শাড়ি পরিহিতা বিভিন্ন দেশের নারীদের বৈচিত্র্যময় শাড়ি প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছিল গত শনিবারের টাইমস স্কয়ার। ‘শাড়ি গোজ গ্লোবাল’ শিরোনামে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রবাসী  বঙ্গ ললনারাও। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘বৃটিশ উইমেন ইন শাড়িজ’-এর আয়োজনে এই উৎসবে শতাধিক বাঙালি নারী উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী শাড়িকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে পরিচিত করা, নারীর ক্ষমতায়ন এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়। বিশিষ্ট চিকিৎসক দীপ্তি জৈন ‘বৃটিশ উইমেন ইন শাড়িজ’ সংগঠনের প্রতিষ্ঠাতা।
নিউইয়র্কের সংগঠন উমাসহ ভারত, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, ত্রিনিদাদ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এ আয়োজনে অংশ নেয়। অলিম্পিক প্যারেডের আদলে পতাকা হাতে বিভিন্ন দেশ ঢোলের তালে টাইমস স্কোয়ারের একটি অংশ প্রদক্ষিণ করে।
নাজনীন হোসেইন ও সুবর্ণা খানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল এবং যুক্তরাজ্য থেকে আসা শতাধিক নারীর সমন্বয়ে বাংলাদেশ দল লাল-সুবজের সাজে, দেশীয় শাড়ি পরে নেচে গেয়ে বাংলাদেশকে তুলে ধরেন।
বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্ল্যাকার্ডের মাধ্যমে ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা ও মনিপুরী তাঁতের পরিচিতি তুলে ধরেন। এছাড়া ‘চলো বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে দলটি।