ডোনাল্ড লুর ঢাকা সফর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র সরকার
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১১ মে ২০২৪ শনিবার
চলতি মাসের মাঝামাঝি ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ঢাকায় তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতাসহ অন্যান্য বাংলাদেশির সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা এবং গভীর অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ডোনাল্ড লু এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করেছেন এবং দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য চাপ দিয়েছেন। বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকায় এটি তাঁর প্রথম সফর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তাঁর সফর প্রতিটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে। এতে মুক্ত, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা তুলে ধরা হবে।
ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় ছয় দিনের লম্বা সফরের শেষে তিনি বাংলাদেশে আসবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তিনি ঢাকা হয়ে তাঁর সফর শেষ করবেন।