শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

পরিবারে মেয়েরা স্বাধীন হলে পুরুষদের জন্য বড় অনুপ্রেরণা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১২ মে ২০২৪ রোববার

পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি বলেছেন, মেয়েরা যদি পরিবারে স্বাধীন হয় তবে তারা পুরুষদের জন্যও একটি বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।

পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই অভিনেতা কর্মক্ষেত্রে নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে তার মতামত প্রকাশ করেন এবং নারীর স্বায়ত্তশাসনের বিষয়ে কথা বলেন।

হামজা আলি আব্বাসি বলেন, তিনি গর্বিত বোধ করেন যে, তার পরিবারের নারীরা বাইরে গিয়ে কাজ করে এবং সফল।

অভিনেতা হামজা আলি আব্বাসি বলেন  আমার বোন, স্ত্রী এবং মা কর্মজীবী নারী। আমি তাদের জন্য গর্বিত। তবে এটা সত্য যে, পরিবারের মেয়েরা যখন স্বাধীন হয়, তারা পুরুষদের জন্যও একটি বড় সমর্থন ও অনুপ্রেরণা।

নারী হয়রানির ঘটনা নিয়েও কথা বলেন এই অভিনেতা। শোবিজ ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। তাই এমন ক্ষেত্রে পুরুষদের এগিয়ে এসে তাদের ভূমিকা পালন করতে হবে। যেখানে হয়রানির ঘটনা ঘটে এর বিরুদ্ধে সোচ্চার এবং নীরব থাকবেন না। এটা খুবই দুঃখের বিষয় যে, পুরুষদের জন্য এটা স্বাভাবিক, তবে এ ধরনের আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত।