মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ইতালীর রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘ফিস ফোরাম ২০১৮’ -এ অংশগ্রহন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী মো. রুয়েল মিয়া। অনুষ্ঠানে রুবেল তার বৈজ্ঞানিক ধারনা উপস্থাপন করবেন।

সিকৃবিতে এই প্রথম কোন শিক্ষার্থী আন্তর্জাতিক ফোরামে যোগদানের গৌরব অর্জন করলেন। মাৎস্যবিজ্ঞান অনুষদের উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান নিয়ে মাস্টার্স প্রথম সেমিস্টারে পড়ছেন রুয়েল মিয়া।

উল্লেখ্য, এ বছর মে মাসে রুয়েল তার উদ্ভাবনি ধারনা জমা দেন GFCM (General Fisheries Commission for the Mediterranean) ওয়েবসাইটে।

 

বিষয়বস্তু ছিল, ভূমধ্য এবং ব্ল্যাক সাগর ব্যাবস্থাপনার উপর। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তারা ইমেইলে রুয়েল এর সাথে যোগাযোগ করেন। পরে তার ধারণা উপস্থাপনের জন্য রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার প্রধান কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পত্রে যাওয়া-আসা, থাকা খাওয়া খরচ বহনের বিষয়টিও জানিয়ে দেয়া হয়।