সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘শক্তিশালী গোষ্ঠী হয়েই টিকে থাকতে পারে হামাস’

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে এটি স্পষ্ট যে, ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস। 
 
ইসরাইল ও হামাস দুই পক্ষই জানিয়েছে, গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে। ইসরাইলি বাহিনী রাফায় অভিযান শুরু করার পর সবার নজর সেদিকে থাকলেও, একই সময়ে তুমুল লড়াই হচ্ছে গাজার উত্তরাঞ্চলে। 
 
বিশ্লেষকরা বলছেন, ইসরাইল যখন রাফাহ নিয়ে ব্যস্ত, সেই সুযোগে অন্যান্য এলাকায় সংগঠিত হচ্ছে হামাস। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, সাত মাসের যুদ্ধে গাজায় সবচেয়ে পরিচিত দৃশ্য এমন যে- ইসরাইলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা ‘হামাসমুক্ত’ ঘোষণা করে। তবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। কারণ হামাস যোদ্ধারা ফের সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি বলেছেন, গাজার শাসনভার কীভাবে চলবে, তা নিয়ে ইসরাইল এখনো কোনো ধারণা দিতে না পারায় তিনি হতাশ। অর্থাৎ, গাজায় ইসরাইলের বিজয় স্থায়ী না–ও হতে পারে এবং সেখানে আবারও হামাসের শক্তিশালী উপস্থিতি দেখা দিতে পারে- সেদিকেই ইঙ্গিত তার।
 
মূলত, ইসরাইলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা আসে। জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়। ইসরাইলি বাহিনী জানায়, সেখানে ওই দিন রাতেই বিভিন্ন লক্ষ্যবস্তুতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে। 

তাদের দাবি, হামাস যোদ্ধারা মিলিত হচ্ছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।