নারায়ণগঞ্জবাসীর জন্য দোয়া চাইতে ওমরায় গেলেন সেলিম ওসমান দম্পতি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ তথা শহর-বন্দর আসনে বিপুল ভোটে জয়ী জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান শপথ গ্রহণ করে পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন।
৩ জানুয়ারী বৃহস্পতিবার রাত একটায় তিনি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। আগামী ৮ জানুয়ারী তিনি দেশে ফিরে আসবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে তিনি শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার সংসদ সদস্য হলেন সেলিম ওসমান যিনি একই সঙ্গে গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি।
দেশ ত্যাগের আগে সেলিম ওসমান নিউজ নারায়ণগঞ্জকে বলেন, ‘বৃহস্পতিবার শপথ গ্রহণ করে আমি স্বস্ত্রীক পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব যাচ্ছি। সেখানে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া করবো, দেশের জন্য দোয়া করবো। নারায়ণগঞ্জবাসী যাতে ভালো থাকে, শান্তিতে থাকে সেজন্য আল্লাহর কৃপ চাইবো।’
‘৮ জানুয়ারী দেশে ফেরার পথে এক নতুন নারায়ণগঞ্জের পথচলা শুরু করবো যেখানে থাকবে না কোন অপরাজনীতি, বিদ্বেষ, হানাহানি’ বক্তব্যে যোগ করে সেলিম ওসমান আরো বলেন, ‘অনেকটা হঠাৎ করেই পবিত্র ওমরা করতে যাচ্ছি। তাই অনেকের শুভেচ্ছা গ্রহণ কিংবা অনেকের সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই। তবে ৮ জানুয়ারীর পর থেকে আমি সবাইকে নিয়েই আধুনিক নারায়ণগঞ্জ বিনির্মাণে কাজ শুরু করবো। তাই আমি সকলের কাছে দোয়া চাচ্ছি ও আল্লাহর কাছে দোয়া চাইতে পবিত্র নগরীতে যাচ্ছি।’