রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে মুসলিম বিদ্বেষ চরমে

হাসান মাহমুদ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০০ এএম, ১৮ মে ২০২৪ শনিবার

এক বছরে বৃদ্ধি পেয়েছে ১৭৫ শতাংশ
বেড়েছে ডাকাতি, ধর্ষণ ও হেট ক্রাইম


নিউইয়র্কের কুইন্সের সাউথ জ্যামাইকায় নিজ বাসার দিকে যাচ্ছিলেন ১৫ বছর বয়সী এক কিশোর। এ সময় আগস্ট মার্টিন হাইস্কুলের পাশে অজ্ঞাত এক ব্যক্তি ছাত্রটির মাথায় ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ১৫ মে বুধবার বেলা আড়াইটায় ১১২ এভিনিউর  সাউথ জ্যামাইকাতে এই ঘটনা ঘটেছে। এই একই বুধবার কুইন্সের ১৬০ স্ট্রিটের নিজ অ্যাপার্টমেন্টের সামনে ১২ বছর বয়সী এক কিশোরীকে গুলি করা হয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। এর আগের সপ্তাহেই নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত হয়েছে দুই কিশোর এবং আহত হন অন্তত ৬ জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় বলে এনওয়াইপিডি জানিয়েছে।
এপ্রিল মাসে এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্ক ফোর্স দ্বারা তদন্ত করার পর তারা দেখতে পান গত বছরের চেয়ে বর্তমান সময়ে হেট ক্রাইম অনেক বেড়েছে। মুসলিম ও ইহুদি বিদ্বেষী ঘটনা গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে দ্বিগুণ হয়েছে। এপ্রিলের শেষ পর্যন্ত, ইহুদি বিরোধী ঘটনা বেড়েছে ৪৮ শতাংশ, যেখানে মুসলিম বিদ্বেষী ঘটনা ১৭৫ শতাংশ বেড়েছে বলে এনওয়াইপিডির দেওয়া তথ্যে জানা গেছে।
নিউইয়র্কে ২০২৪ সালে এপ্রিল মাস পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ১২৪ জন, যা ২০২৩ সালে এই সময়ে ছিল ১১৮ জন। নিউইয়র্কে ডাকাতির ঘটনা ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঘটেছে ১ হাজার ৩২৬টি। যা ২০২৩ সালে ছিল ১ হাজার ২৩৭টি। মারাত্মক হামলার ঘটনা ২০২৪ সালে ঘটেছে ২ হাজার ২৭০টি যা এই একই সময়ে ২০২৩ সালে ছিল ২ হাজার ৩১৪টি।
তবে গত বছরের তুলনায় এ বছর এপ্রিল মাসে খুনের ঘটনা কমেছে, বেড়েছে হেট ক্রাইমের ঘটনা।  ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে খুন হয়েছেন ২৩ জন। যা গত বছর ২০২৩ সালে ছিল ৩৩ জন। ২০২৪ সালে হেট ক্রাইম হয়েছে ৬৪টি যা গত বছর ২০২৩ সালে ছিল ৪৬টি। গত বছরের একই মাসের তুলনায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে হেট ক্রাইম। এনওয়াইপিডির প্রকাশিত এ সকল তথ্য থেকে দেখা যায়, ধর্ষণ, ডাকাতি, হেট ক্রাইমের ঘটনা বেড়েছে। নগরীতে জঘন্য অপরাধের ঘটনাগুলো সাবওয়ে বা এর আশপাশেই বেশি ঘটে থাকে।
২০২৪ সালে গত বছরের চেয়ে একই সময়ে বড় অপরাধের সংখ্যা বৃদ্ধির পেছনের কারণ সম্পর্কে এনওয়াইপিডির কমিশনার এডওয়ার্ড ক্যাবান গণমাধ্যমকে বলেন, নিউইয়র্কে অবৈধ অভিবাসীদের আগমনের কারণে অপরাধ বেড়েছে। জুলাই মাসে নিউইয়র্কের অপরাধ আগের তুলনায় বৃদ্ধি পাওয়ার কারণে নিরাপত্তা জোরদারের কথাও তিনি বলেন। ৩৩ হাজার পুলিশ অফিসার নগরবাসীর সুরক্ষায় নিয়োজিত বলে তিনি উল্লেখ করেন। পুলিশ কমিশনার বলেন, নিউইয়র্কের সাবওয়েতে জঘন্য হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না বলে গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন।
পুলিশ অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করলেও তারা জামিনে বের হয়ে আসে এবং আবার একই অপরাধে যুক্ত হয় বলে পুলিশ মনে করছে।
নিউইয়র্ক পুলিশ চলতি বছর বড় অপরাধের জন্য ৪ হাজার ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে যা গত বছর ২০২৩ সালে এই সময়ে ছিল ৪ হাজার ২৩৩ জন। একই সময়ের তুলনায় গ্রেপ্তার ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।