রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেওয়া হবে এনআইডি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৮ এএম, ১৮ মে ২০২৪ শনিবার

 স্থানান্তর হচ্ছে নিউইয়র্ক কনস্যুলেট
 
আগামী সেপ্টেম্বরের মধ্যেই নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের অফিস স্থানান্তর করা হবে। কনস্যুলেট অফিসে যারা সেবা নিতে আসেন তাদের সুবিধার জন্যই অফিস অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশের ও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণ, নিউয়র্কের বিরাজমান পরিস্থিতি এবং কনস্যুলেট জেনারেলের সেবাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা অফিস স্থানান্তরের এই ঘোষণা দেন।
গত ১৪ মে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় লং আইল্যান্ড সিটির নিজস্ব কার্যালয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও শীর্ষ ব্যক্তিত্বদের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এছাড়াও তিনি জানান, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ১৬টি দেশে খুব শিগগিরই এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য এনআইডি চালু হচ্ছে।
কনসাল জেনারেল জানান, খুব শিগগিরই আমরা বর্তমান অফিসের অদূরে নতুন ভবনে কনস্যুলেট অফিস স্থানান্তরের চেষ্টা করছি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন অফিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, সেবা গ্রহীতাদের সেবা নিতে যাতে কোন প্রকার অসুবিধা না হয়, এজন্য অনেক বড় পরিসরে অফিস স্থানান্তর করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান অফিসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্থান সংকুলান ও গাড়ি পার্কিং। গাড়ির পার্কিং খুঁজতে খুঁজতে অনেকেই তাদের সিরিয়ালের নির্দিষ্ট সময় হারিয়ে ফেলেন। ভেতরে বসার জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে থাকতে হয়। বর্তমান অফিসে সেবা গ্রহণকারীদের জন্য বসার স্থান সংকুলান হয় না, যার জন্য আমরা বড় জায়গা জুড়ে অফিস নিচ্ছি।
এনআইডি প্রসঙ্গে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে নিউইয়র্কে এনআইডি প্রদান করা হবে। ইতিমধ্যে বেশ কিছু দেশে প্রথম ধাপের এই কার্যক্রম শুরু হয়েছে। নিউইয়র্ক দ্বিতীয় ধাপের তালিকায় আছে। এনআইডি প্রদান করার জন্য আমরা প্রস্তুত, সকল প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছি। শুধুমাত্র অনুমতির জন্য অপেক্ষা করে আছি। ঠিক কবে থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখান থেকে এনআইডি করার সুবিধা পাবেন, তা এখনও বলা যাচ্ছে না।
তিনি জানান, বাংলাদেশের জন্ম ও নাগরিক নিবন্ধন থাকলে যে কেউ বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
সভার শুরুতে কনসাল জেনারেল মো: নাজমুল হুদা সবাইকে স্বাগত জানিয়ে কনস্যুলেট অফিসের বিভিন্ন সেবা, সীমাবদ্ধতা নিয়ে তিনি খোলামেলা কথা বলেন। তিনি  বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থেকে তার অফিস থেকে কনস্যুলার সেবা দেয়া হয়।
কনস্যুলেট সেবা সম্পর্কে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, অনেক ক্ষেত্রে প্রবাসীরা অপ্রস্তুত হয়ে সেবা গ্রহণের জন্য আসেন। এর ফলে জটিলতা দেখা দেয়। তিনি সবাইকে সেবা গ্রহণের জন্য আসার আগে একবার ওয়েবসাইট দেখে আসার জন্য অনুরোধ করেন। একমাত্র পাসপোর্ট ছাড়া অন্যসব কনস্যুলেট সেবা একদিনেই সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট) প্রসূন কুমার চক্রবর্তী, কাউন্সিলর অ্যান্ড হেড অব চ্যান্সেরি ইশরাত জাহান ও থার্ড সেক্রেটারি আসিব আহমেদ।