মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমজমাট আয়োজন

বিপার বৈশাখ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২০ এএম, ১৮ মে ২০২৪ শনিবার


 
  
জমজমাট আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্ট (বিপা) সমাপ্তি টানল তাদের বাংলা নতুন বছরকে বরণের অনুষ্ঠানমালা। ১৪৩১ বৈশাখি প্রযোজনা নামে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত শনিবার জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং-এ।  
বিপা আয়োজিত এর আগে বাংলা বর্ষবরণ ১৪৩১ উপলক্ষে তাদের অনুষ্ঠান হয়েছে ব্রুকলিনে, কুইন্সের সেন্টার হলে এবং জ্যামাইকা অ্যাভিনিউতে।
সমাপনী অনুষ্ঠানে দর্শক সমাগম ছিল বিপুল। বিপার ২০০ ছাত্রছাত্রী এবারের অনুষ্ঠানে পারফর্ম করেছে। বিপার মেধাবী ছাত্র-ছাত্রীরা মঞ্চে সমবেত কণ্ঠে প্রথম পরিবেশন করে- ‘প্রজাপতি প্রজাপতি/ কোথায় পেলে ভাই/ এমন রঙিন পাখা...’। তুমুল করতালির মধ্যে দ্বিতীয় সঙ্গীত ছিল- ঝড় এলো এলো ঝড়/ আম পড় আম পড়/ পাকা আম কাচা আম/ টক টক মিষ্টি...’। এমন ৪টি গান গেয়ে বিপার শিশু শিক্ষার্থীরা দর্শকদের মাতিয়ে রাখে দীর্ঘসময়। গানের ফাঁকে ফাঁকে ছিল শিশু শিল্পীদের কবিতা ও ছড়ার আবৃত্তি।
অনুষ্ঠানে বিপার সেলিমা আশরাফ, এ্যানি ফেরদৌস এবং নীলুফার জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মৃদুল আহমেদ এবং তাহমিনা পারভিন প্রীতি। এ্যানি ফেরদৌসের পরিচালনায় ‘ফিরে দেখা’ নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে তবলা বাদনে ছিল বিপার নবীন প্রজন্মের ছাত্ররা। তাদের দক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত হয়।